সন্দেশখালিতে ৩০০০ অভিযোগ! সাক্ষীর মৃত্যুর পর আরও বেকায়দায় শেখ শাহজাহান

Published on:

Published on:

Sheikh Shajahan Land Grabbing Probe Intensifies
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির শেখ শাহজাহানকে (Sheikh Shajahan) ঘিরে বিতর্ক যেন থামছেই না। ইতিমধ্যেই রেশন দুর্নীতি, হামলা, দখলদারি, একাধিক মামলায় জড়িয়ে রয়েছে তাঁর নাম। এর মধ্যেই আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এক সাক্ষীর মৃত্যুকে কেন্দ্র করে। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে এবং গাড়ির চালক। অভিযোগ উঠছে, জেলে বসেই নাকি এই হামলার পরিকল্পনা করেছিলেন শেখ শাহজাহান। এই অভিযোগ সামনে আসতেই উত্তেজনা তৈরি হয়েছে।

সিবিআই রিপোর্টে বিস্ফোরক তথ্য

অন্যদিকে, জমি দখল সংক্রান্ত যে সমস্ত অভিযোগ গত কয়েক মাস ধরে উঠে আসছিল, তারই তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। হাই কোর্টের নির্দেশে তদন্তকারীরা এলাকায় ক‌্যাম্প অফিস করে, গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে অভিযোগ গ্রহণ করেন। প্রায় ৩০০০ অভিযোগ খতিয়ে দেখে সিবিআই দাবি করেছে যে, এই অভিযোগগুলির মধ্যে বহু ক্ষেত্রেই যথাযথ তথ্য-প্রমাণ রয়েছে।

তদন্তে মিলল শাহজাহানের (Sheikh Shajahan) বাহিনীর ভূমিকা

সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে যে, এলাকার জমি দখলের কাজে শাহজাহানের (Sheikh Shajahan) বাহিনী সক্রিয়ভাবে যুক্ত ছিল। এমনকি তাঁর ভাইয়ের নেতৃত্বেই নাকি বহু দখলদারি করা হয়েছে। চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি, জোর করে জমি দখল, এই ধরনের অভিযোগ বহু মানুষ জানিয়েছেন, আর তার বেশ কিছু প্রমাণও নাকি মিলেছে।

হাইকোর্টে জমা পড়ল রিপোর্ট

সূত্রের খবর, তদন্তকারীরা যে রিপোর্ট জমা দিয়েছেন, তার বেশির ভাগই ইতিমধ্যেই হাইকোর্টে পৌঁছে গিয়েছে। যদি আদালতে এই রিপোর্টের সত্যতা প্রমাণিত হয়, তবে শেখ শাহজাহানের (Sheikh Shajahan) বিপদ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, তাঁর জামিনের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে।

প্রসঙ্গত, ২০২৪ সালে মূলত রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়েছিল ইডি। কিন্তু সেদিন ব্যাপক বাধার মুখে পড়তে হয় তদন্তকারীদের। সেই ঘটনার পর থেকেই ধারাবাহিকভাবে একের পর এক নতুন অভিযোগ প্রকাশ্যে এসেছে। সন্দেশখালি কাণ্ড জাতীয় রাজনীতিতেও তোলপাড় ফেলে দেয়।

Sheikh Shajahan Land Grabbing Probe Intensifies

আরও পড়ুনঃ আবারও আদালতে মুখ পুড়ল রাজ্যের! আরজি করেই থাকবেন অনেকের, পোস্টিং বদল খারিজ করল সুপ্রিম কোর্ট

এখন জমি দখলের রিপোর্টে বিস্ফোরক তথ্য উঠে আসায় শাহজাহানকে (Sheikh Shajahan) ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। আগামী দিনে তাঁর আইনি বিপদ যে আরও বাড়তে চলেছে, তা নিয়ে সংশয় নেই।