বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে বিনোদন দুনিয়া তোলপাড় চলছে রাজ কুন্দ্রা (Raj Kundra) পর্নোগ্রাফি কেস নিয়ে। এখনও পুলিশ হেফাজতেই রয়েছেন শিল্পা শেঠির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা। তবে এরই মধ্যে রাজের সঙ্গে নিজের প্রথম শ্যুটের ছবি তুলে ধরলেন শার্লিন চোপড়ার (Sherlyn Chopra)।
ছবিটি শেয়ার করে শার্লিন চোপড়া দাবী করেছেন, এই ছবিটি ‘দ্য শার্লিন চোপড়া’ অ্যাপের প্রথম শুটিংয়ের সময়কার তোলা ছবি। এই ছবিতে শার্লিনের সঙ্গে রাজ এবং অন্য একজন ব্যক্তিকেও দেখা যাচ্ছে।
29 मार्च, 2019 का दिन था।
आर्म्स्प्राइम द्वारा आयोजित 'द शर्लिन चोपड़ा' एैप का पहला कॉन्टेंट शूट होने जा रहा था।
मेरे लिए यह एक नया अनुभव था क्योंकि पहले कभी किसी एैप के साथ मैं जुड़ी नहीं थी।
उम्मीद और जोश का माहौल था। pic.twitter.com/TKZptsvnGe— Sherlyn Chopra (शर्लिन चोपड़ा)🇮🇳 (@SherlynChopra) August 11, 2021
সেইসময় নিজের ট্যুইটার মিডিয়া হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে শার্লিন চোপড়া লিখেছিলেন, ‘২৯ শে মার্চ, ২০১৯-র দিন ছিল। আর্মসপ্রাইম আয়োজিত ‘দ্য শার্লিন চোপড়া’ অ্যাপের প্রথম কন্টেন্ট শ্যুট হতে যাচ্ছিল। এর আগে কোন অ্যাপের সঙ্গে যুক্ত না থাকার কারণে, এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা ছিল। এদিন খুব উৎসাহী ছিলাম আমি’।
রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কেসে শার্লিন চোপড়ার বয়ান রেকর্ড করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তবে এক সাক্ষাৎকারে শার্লিন চোপড়া জানিয়েছেন, ‘শিল্পা শেট্টি আমার ভিডিও এবং ছবি পছন্দ করে বলে, আমাকে বিভ্রান্ত করেছিলেন রাজ। উনি আমার পরামর্শদাতা ছিলেন। আমরা সমস্ত শ্যুটিংই আমার গ্ল্যামারের জন্য, রাজ এমনটাও বলেও বিভ্রান্ত করতেন’।