ভারতের আইন অমান‍্য করে যারা পর্ন দেখেন তারাও সমান দোষী, দাবি শার্লিন চোপড়ার

বাংলাহান্ট ডেস্ক: গত দু সপ্তাহের বেশি সময় ধরে বলিউডে একটাই গসিপের বিষয়, রাজ কুন্দ্রা (raj kundra) মামলা। পর্ন তৈরি ও মোবাইল অ্যাপের মাধ‍্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি। এরপর থেকে বলিউডের একাধিক মডেল অভিনেত্রী রাজের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন। এমনি একজন হলেন বিতর্কিত অভিনেত্রী শার্লিন চোপড়া (sherlyn chopra)।

রাজেয গ্রেফতারির প‍র থেকেই একটার পর একটা বোমা ফাটিয়ে চলেছেন শার্লিন। এবার তাঁর বক্তব‍্য,  পর্নের বিষয়ে কথা উঠলেই তাঁকে বাজে ভাবে ট্রোল করা হয়। কিন্তু এমন সময় কিন্তু কখনোই এমন কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। তাঁর বক্তব‍্য, পর্নোগ্রাফির বিষয় নিয়ে তিনি যখনি কথা বলতে গিয়েছেন তখনি তাঁকে ট্রোল করা হয়েছে।

Sherlyn Chopra
শার্লিনের কথায়, “বোল্ড শুট করা নিয়ে আমার কোনও আপত্তি ছিল না। কিন্তু যখন আইন অমান্য করা হচ্ছে, তখন তো প্রশ্ন থাকবেই। কোনও কর্তৃপক্ষই বেআইনি পর্নোগ্রাফিকে সমর্থন করবে না। তাই যারা বলেন, আমরা পর্নোগ্রাফি দেখি, এতে ভুল কী আছে? তখন কিন্তু তাদের মনে রাখতে হবে, সরকার সব পর্ন ওয়েবসাইটগুলিকে নিষিদ্ধ করেছে।”

শার্লিনের সাফ কথা, যারা আইন অমান‍্য করে পর্ন দেখেন তারাও সমান দোষী। অভিনেত্রী বলেন, রাজের সম্মতি ছাড়া কোনো অভিনেত্রীই ওই ভিডিওগুলিতে কাজ করতে পারবেন না। হয় ভারতে পর্ন নিষিদ্ধ তা তারা জানতেন না অথবা এই আইন সম্পর্কে তাদের ভুল বোঝানো হয়েছে। যারা এ ঘটনার শিকার হয়েছেন তাদের এগিয়ে আসার অনুরোধ করেছেন শার্লিন।

এর আগে শার্লিন দাবি করেছিলেন রাজ কুন্দ্রাই তাঁকে অ্যাডাল্ট ছবির ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন। তিনি রাজের জন‍্য ১৫-২০ টি এমন ছবি করেছেন। এক একটি ছবির জন‍্য ৩০ লক্ষ করে টাকা তাঁকে রাজ দিয়েছেন বলে নিজের বয়ানে বলেন শার্লিন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর