যৌনাঙ্গ দেখিয়েছিলেন সাজিদ! একটা দানবকে আশ্রয় দিচ্ছে বিগ বস, সলমনকে তুলোধনা করলেন শার্লিন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিতর্কের নাম সাজিদ খান (Sajid Khan)। ‘মিটু’ অভিযুক্তকে নিয়ে ফের তোলপাড় বলিউড। বেশ কিছুদিন মুখ লুকিয়ে থাকার পর সটান বিগ বসে (Bigg Boss) হাজির হয়েছেন সাজিদ। আর সলমন খানের (Salman Khan) শোও তাঁকে দু হাত বাড়িয়ে আপন করে নিয়েছে। আর এর জন‍্যই বলিউডের একাধিক ব‍্যক্তিত্বের কাছ থেকে নিন্দা শুনছে বিগ বস তথা সলমন।

একাধিক অভিনেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে পরিচালক সাজিদ খানের (Sajid Khan) বিরুদ্ধে। তাঁদের মধ‍্যে একজন শার্লিন চোপড়া। গত বছরেই তিনি ফাঁস করেছিলেন সাজিদের কুকীর্তির কথা। তিনি দাবি করেছিলেন, ২০০৬ সালে যখন তিনি পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন তাঁর সঙ্গে অত‍্যন্ত অস্বস্তিজনক ব‍্যবহার করেছিলেন তিনি। নিজের পুরুষাঙ্গ বের করে শার্লিনকে অনুভব করার জন‍্য বলেছিলেন সাজিদ!


এমন একজন ঘৃণ‍্য মানসিকতার মানুষকে বিগ বসে জায়গা দেওয়া হয় কীভাবে? এমনি প্রশ্ন বারবার উঠে আসছে বলিউডের অন্দরে। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সাজিদকে বিগ বস থেকে বের করে দেওয়ার আর্জি জানানো হয়েছিল দিল্লির মহিলা কমিশনের তরফে। পালটা ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে বলা হয়, সাজিদকেও রোজগারের সুযোগ দেওয়া উচিত।

এবার বিষয়টাতে সলমনের হস্তক্ষেপ চেয়ে টুইট করলেন শার্লিন। সাজিদের বিরুদ্ধে ফের বিষ্ফোরক অভিযোগ এনে তিনি লিখেছেন, ‘উনি নিজের গোপনাঙ্গ দেখিয়ে আমাকে ০-১০ এর মধ‍্যে নম্বর দিতে বলেছিলেন। আমি বিগ বসে ঢুকে ওঁকে রেটিং দিতে চাই! গোটা দেশ দেখুক কীভাবে একজন নির্যাতিতা হেনস্থাকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সলমন খান, দয়া করে পদক্ষেপ নিন।’


অন‍্য এক সাংবাদিক সম্মেলনেও সাজিদের বিরুদ্ধে মুখ খোলেন শার্লিন। তিনি যুক্তি দিয়ে বলেন, যেকজন নির্যাতিতা মুখ খুলেছেন সবার অভিযোগই এক রকম। কেউ বলেননি যে সাজিদ তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন। এর থেকেই বোঝা যায় যৌন হেনস্থা করাটা ওঁর স্বভাব আর ঊনি একজন যৌন শিকারি। সলমন আর বিগ বস এই ধরণের মানুষদের নিরাপদ আশ্রয় দিচ্ছে।

X