মার্কিন মুলুকে ‘শেরশাহ’এর জয়জয়কার, কার্ডি বি-জাস্টিন বিবারকে পেছনে ফেলল ‘রানঝা’

বাংলাহান্ট ডেস্ক: থামানো যাচ্ছে না ‘শেরশাহ’ (shershaah) ছবির জয়যাত্রা। মুক্তির পর থেকেই দর্শকদের মন জিতে চলেছে এই ছবি। দারুন অভিনয় এবং চিত্রনাট‍্য দিয়ে ইতিমধ‍্যেই অ্যামাজন প্রাইম ভিডিওর মোস্ট ওয়াচড ফিল্মের তকমা পেয়ে গিয়েছে এই ছবি। এবার বিশেষ সম্মান পেল ছবির দুটি গানও। বলিউডের গণ্ডি পেরিয়ে মার্কিন মুলুকেও জনপ্রিয়তা পেয়ে গিয়েছে শেরশাহের গান।

বিলবোর্ড গ্লোবাল এক্সেল ইউএস চার্টে জায়গা করে নিয়ে ছবির দুটি গান রানঝা এবং রাতান লম্বিয়া। জনপ্রিয়তার নিরিখে মার্কিন পপ গায়ক জাস্টিন বিবার, শন মেন্ডেস, কার্ডি বি এর মতো তারকাদের গানকেও পেছনে ফেলেছে শেরশাহ। চলতি সপ্তাহে ৭৩ তম স্থানে রয়েছে রানঝা এবং ২৮ তম স্থানে জায়গা করে নিয়েছে রাতান লম্বিয়া। করন জোহর নিজে টুইট করে শেয়ার করেছেন এই সুখবর।

IMG 20210901 133644
সদ‍্য জানা গিয়েছিল অ্যামাজন প্রাইমের ‘মোস্ট ওয়াচড’ ছবির তকমা পেয়েছে শেরশাহ। অর্থাৎ অ্যামাজন প্রাইমে সবথেকে বেশি বার দেখা হয়েছে ছবিটি। খুশির খবর সোশ‍্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করে পর্দার ‘বিক্রম বাত্রা’ সিদ্ধার্থ মালহোত্রা লেখেন, ‘শেরশাহের জন‍্য যে পরিমাণে ভালবাসা ও প্রশংসা পাচ্ছি তাতে আমরা আপ্লুত। সকলকে ধন‍্যবাদ অ্যামাজন প্রাইম ভিডিওতে এই ছবিকে মোস্ট ওয়াচড ফিল্ম বানানোর জন‍্য।’

https://twitter.com/karanjohar/status/1432934206577934341?s=19

খুশি প্রযোজক করন জোহরও। ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে তিনি লেখেন, ‘অ্যামাজন প্রাইম ভিডিওতে আমরা এক নম্বর ফিল্ম। শেরশাহ যে পরিমাণে ভালবাসা ও সম্মান পেয়েছে তার জন‍্য আমরা কৃতজ্ঞ, আপ্লুত। পর্দায় শেরশাহ এর বীরত্বের কাহিনি ফুটিয়ে তোলা আমাদের কাছে গর্বের বিষয়।’

IMDb তে ৮.৯ রেটিং পেয়ে শেরশাহ এখনো পর্যন্ত সবথেকে বেশি রেটিং প্রাপ্ত হিন্দি ছবি। কার্গিল যুদ্ধে শহিদ ক‍্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি। বিক্রম বাত্রা ওরফে শেরশাহের চরিত্রে অনবদ‍্য অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। ওদিকে বিক্রম বাত্রার বাগদত্তা ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আডবানী।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর