রাহানের অধিনায়কত্বের প্রশংসা করে বিরাট কথা বললেন রিকি পন্টিং, শেহবাগ

বাংলা হান্ট ডেস্কঃ ভারত বনাম অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে অর্থাৎ বক্সিং ডে টেস্টে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের ভূমিকায় রয়েছেন আজিঙ্কা রাহানে। রাহানের অধিনায়কত্বেই যেন ঘুরে দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়া।

ধৈর্যশীল রাহানের ঠান্ডা মস্তিষ্কে দুর্দান্ত পারফরম্যান্স করল টিম ইন্ডিয়া। এইদিন টিম ইন্ডিয়ার খেলা দেখে মনে হচ্ছিল প্রত্যেক ক্রিকেটার যেন নিজের নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে শিখে গিয়েছেন। রাহানের অধিনায়কত্বে দলের প্রধান বোলার জাসপ্রিত বুমরাহ অভিষেক হওয়া মহম্মদ সিরাজকে যেন হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন এই পিচে কিভাবে বোলিং করতে হবে। অপরদিকে রবিচন্দ্রন অশ্বিন অধিনায়কের পরামর্শ মতো ফিল্ডিং অনুযায়ী বোলিং করে একের পর এক সাফল্য এনে দিচ্ছে দলকে। আর রাহানের এই অধিনায়কত্বই প্রশংসা কুড়িয়েছে প্রাক্তন ক্রিকেটারদের।

রাহানের অধিনায়কত্বে মুগ্ধ হয়ে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, “সিডনিতে দুর্ভাগ্যজনক হারের পর টিম ইন্ডিয়া কি আদেও কামব্যাক করতে পারবে সেই নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। তবে আজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারতীয় দল যেভাবে ঘুরে দাঁড়ালো তা সত্যিই অবাক করে। অধিনায়ক এর পরামর্শ মতো ফিল্ডিং সাজানো থেকে শুরু করে প্যানিং অনুযায়ী যেভাবে বোলিং করলো ভারতীয় বোলাররা তাতে রাহানের অধিনায়কত্বের প্রশংসা করতেই হবে।”

একই ভাবে রাহানের প্রশংসা করেছেন প্রাক্তন ভারত ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। শেওয়াগ বলেছেন, ” রাহানে দারুণ বোলিং পরিবর্তন এবং ফিল্ডিং সাজিয়েছে। বুমরাহ, অশ্বিন, সিরাজ দুর্দান্ত। 195 রানে আটকে দিয়েছে অস্ট্রেলিয়াকে। এবার ব্যাটসম্যানদের কাজ। বড় লিভ নিতে হবে।”


Udayan Biswas

সম্পর্কিত খবর