বড় ঝটকা পেলেন ইমরান খান, বন্ধুত্বের তালিকা থেকে পাকিস্তানকে বাদ দিল ইসরায়েল

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে পাকিস্তান (pakistan) যখন ইসরায়েলের (Israel) সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাকে আরও মজবুত করে তুলতে আগ্রহ দেখাচ্ছে, তখন পাকিস্তানকে জোর ঝটকা দিল ইসরায়েল। ইসরায়েলের রিজিওনাল কোঅপারেশন মন্ত্রী স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজের পদ ছেড়ে দেওয়ার আগে ইসরায়েল কোন মুসলিম দেশের সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও মজবুত করে নেবে। কিন্তু সেটা পাকিস্তান নয়’।

এক সাক্ষাৎকারে ইসরায়েলের রিজিওনাল কোঅপারেশন মন্ত্রী জিজ্ঞাসা করা হয়েছিল, ২০ শে জানুয়ারীর আগে কোন সেই ৫ম দেশ যাদের সঙ্গে ইসরায়েল তাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে? উত্তরে মন্ত্র জানিয়েছেন- ‘আমরা সেই বিষয়ে কাজ করছি। তবে যে মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চলেছি, সেটা কোন ছোটখাটো দেশ নয়। তবে সেটি পাকিস্তান নয়’।

1599078162 7218 Copy

একদিকে পাকিস্তান অনবরত ইসরায়েলের কাছে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু অন্যদিকে ইসরায়েল আগামী ২০২১ সালের ২১ শে জানুয়ারির মধ্যেই পাকিস্তানকে জোর ঝটকা দিতে চলেছে। সূত্রের খবর, কিছুদিন আগেই পাক প্রধানমন্ত্রীর বরিষ্ঠ এক মন্ত্রী ইসলামাবাদ যাওয়ার আগে লন্ডন গিয়ে সেখান থেকে ইসরায়েল গিয়েছিলেন।

Imran khan sad 2

আরও জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের তরফ থেকে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক মজবুত করার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ইসরায়েলের জন্য। ওই মন্ত্রী বেশ কিছুদিন ইসরায়েলে থেকে সেখানকার বিভিন্ন উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু এসবের পরও ইসরায়েল নিজের কাছের বন্ধুর স্থানের থেকে পাকিস্তানকে অনেকটা দূরে রেখেছে। পাকিস্তানকে বাদ দিয়েই অন্য দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করতে আগ্রহ প্রকাশ করছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর