বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে তারকাদের জীবনে বিয়ে যেন শুধুই ভাঙা-গড়ার খেলা হয়ে দাঁড়িয়েছে। ইদানিং একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও। ২০২১ সালে সেপ্টেম্বর মাসেই ডিভোর্স হয়েছে ভারতের জনপ্রিয় ক্রিকেট তারকা শিখার ধাওয়ানের।
প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সাথে প্রায় এক দশকের বিবাহিত জীবনে ইতি টেনে বেরিয়ে এসেছেন শিখর ধাওয়ান (Shikar Dhawan)। তবে প্রথম বিয়ে ভাঙার ক্ষত শুকাতে না শুকাতেই আরো এক নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে শিরোনামে এই ভারতীয় ক্রিকেটার। ইদানিং তার সাথে নাম জুড়েছে ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার মিতালি রাজের (Mithali Raj)।
একদিকে যখন রাত রাত পোহালেই আইপিএলের ফাইনাল তখনই সামনে এলো এক চমকে দেওয়ার মতো খবর। এবার জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শিখর ধাওয়ান। আর এবার তাঁর পাত্রী নাকি মিতালী রাজ? সত্যিই কি তাই? সত্যিই বিয়ে করছেন শিখর মিতালি?
আসুন তাহলে জানা যাক আসল ঘটনা সম্পর্কে। সম্প্রতি ধাওয়ান এসেছিলেন জিও সিনেমার ‘ধাওয়ান করেঙ্গে’ শোতে। সেখানেই তিনি জানিয়েছিলেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তৈরী হওয়া গুঞ্জন নিয়ে। ধাওয়ানের কথায়, ‘আমি শুনেছিলাম যে, আমি মিতালি রাজকে বিয়ে করছি।’
আরও পড়ুন: রাত পোহালেই ফাইনাল! তার আগে “অস্বস্তিতে” KKR শিবির, কারণ জানালেন ভেঙ্কটেশ
এখানে বলে রাখি মিতালি হলেন এমন একজন ভারতীয় ক্রিকেট তারকা যিনি আজও মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানশিকারি। ২০২২ সালের বিশ্বকাপে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্রায়েস্টচার্চে খেলেই ক্রিকেটকে বিদায় জানিয়ে ছিলেন তিনি। এই মুহূর্তে মিতালি উইমেনস প্রিমিয়র লিগে গুডরাত জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করছেন।
প্রসঙ্গত এই মুহূর্তে ধাওয়ানকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও ফরম্যাটেই ভাবছে না। ২ বছর আগে তিনি শেষবার দেশের জার্সিতে খেলার পর এবার আইপিএল-এ খেলেছেন তিনি। সপ্তদশ আইপিএলে ধাওয়ান ১৫২ রান করেছেন। তাঁর সর্বাধিক রানের ইনিংস ছিল ৭০।