পাগড়ি মামলাঃ হাওড়া পুলিশের বিরুদ্ধে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের শিখ সংগঠনের

বাংলা হান্ট ডেস্কঃ নবান্ন অভিযানে শিখ দেহরক্ষী বলবিন্দর সিংয়ের গ্রেফতারি নিয়ে নয়া মোড় সামনে এলো। দিল্লীর গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সোমবার হাওড়া থানায় পুলিশের বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছে। জানিয়ে দিই, গতকাল রবিবার কলকাতায় আসনে দিল্লীর গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং। গতকালই তিনি বলবিন্দর সিংয়ের সাথে সাক্ষাৎ করেন। এরপর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে শিখ ব্যাক্তির পাগড়ির অপমানের বিচার চেয়ে স্মারকলিপি জমা দেন।

280902 6

দেশের শিখ সংগঠন গুলো এই ঘটনায় ন্যায় বিচার চেয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দ্বারস্থ হয়েছে। আরেকদিকে, এবার এই ঘটনায় বলবিন্দর সিংয়ের পরিবারের বয়ান সামনে এসেছে। বলবিন্দর সিং দেশের শিখ সংগঠন গুলোর কাছে তাঁর মুক্তির জন্য আবেদন জানিয়েছে।

গতকাল বলবিন্দর সিংয়ের বড় ভাই একটি ভিডিও বার্তার মাধ্যমে বলেন, আজ সংবাদমাধ্যমের কারণে জানতে পেরেছি যে, দিল্লীর শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটি কলকাতায় গিয়েছেন। আমরা আশা করছি যে, শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনিন্দর সিং সিরসা ভাইয়ের মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আমি দেশের সমস্ত শিখ সংগঠন গুলোকে বলবিন্দরের মুক্তির জন্য এগিয়ে আসার আবেদন জানাচ্ছি।

জানিয়ে দিই, শিরোমনি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং সমেত দেশের সমস্ত শিখ সম্প্রদায় ভুক্ত মানুষ এই ঘটনার চরম নিন্দা করেছেন। এই ঘটনার পর বলবিন্দরের স্ত্রী, সন্তান সমেত গোটা পরিবার মানসিক ভাবে ভেঙে পড়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর