অসম্ভবকে সম্ভব করতে পারেননি ধোনি বা রোহিত! IPL-এ এই কীর্তি আছে শুধুমাত্র ধাওয়ান ও কোহলির নামে!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল (IPL 2023) এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। অন্যান্য দেশের ক্রিকেটাররা এই লিগের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে মরিয়া হয়ে থাকেন। এই মিলিয়ন ডলার লিগের ১৫ টি সংস্করণ সম্পূর্ণ হয়ে এই মুহূর্তে চলছে ১৬ তম সংস্করণ। এই ১৬ টি সংস্করণের বেশিরভাগ সময় জুড়ে ধারাবাহিকভাবে সফল হতে পেরেছেন খুব কম ক্রিকেটারই।

আজকের এই প্রতিবেদনে আমরা এই মিলিয়ন ডলার লিগে ধারাবাহিকভাবে সফল হওয়া দুই ক্রিকেটারের একটি বিশেষ অর্জন নিয়ে কথা বলবো। এই প্রতিবেদনে আমরা কথা বলতে চলেছি বর্তমান পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এবং প্রাক্তন রয়াল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সম্পর্কে। তারা দুজন ছাড়া এই বিশেষ অর্জন আজ অবধি কেউ করতে পারেননি।

dhawan

শিখর ধাওয়ান নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন নিজের রাজ্যের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে। তারপর ডেকান চার্জার্স, মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে সানরাইজার্স হায়দারাবাদ এ গিয়ে তিনি আইপিএল ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। আইপিএলে ধারাবাহিকভাবে সফল এই ক্রিকেটার বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বর্তমানে পাঞ্জাব কিংস দলে রয়েছে।

rcb kohli

অপর থেকে বিরাট কোহলির কেরিয়ারটা শিখর ধাওয়ানের মত যায়নি। নিজে এই ১৬ বছর ধরে টানা একটি মাত্র ফ্র‍্যাঞ্চাইজি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে গিয়েছেন কোহলি। মাঝে দীর্ঘদিন এই দলের অধিনায়ক থাকার পর গত বছর থেকে তিনি অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তিনি বর্তমানে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক।

কিন্তু এই দুই তারকা ভারতীয়র আইপিএল কেরিয়ারে একটি বিষয় এক। দুজনেই আইপিএলের ১৫টি মরশুমে অর্ধশতরান করেছেন। এখনো পর্যন্ত অন্য কোনও তারকা এই কীর্তি করে দেখাতে পারেননি। এই ১৬ বছরের মধ্যেই শিখর ধাওয়ান একমাত্র ২০০৯ সালে কোন অর্ধশতরান করতে পারেননি। অপরদিকে বিরাট কোহলি প্রথম আইপিএল মরশুমে অর্থাৎ ২০০৮ সালে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি এবং একবারও পঞ্চাশের গন্ডি হতে পারেননি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর