প্রেমিক শিলাজিৎ ধরা পড়ল হাতেনাতে

বাংলা হান্ট ডেস্ক : শিলাজিৎ এর কৌতূহলী জীবনযাপনের ওপর আগ্ৰহ অনেকেরই। শিলাজিৎ নিজেও যেভাবে তার জীবন কে যাপন করে সেখানে কৌতূহল আসাও স্বাভাবিক। বিভিন্ন ইন্টারভিউতে তার সাহসী মন্তব্য ভক্তদের মনে তাকে নিয়ে জানার আগ্ৰহ আরো বাড়িয়েছে। শিলাজিৎ এর অকপট স্বীকারোক্তি তার কাছে এগুলো খুবই উপভোগ্য।
3ca4f img 20190601 wa0038
সম্প্রতি মন্দারমনিতে তাকে দেখা গেছে সায়ন্তনীর সাথে প্রেম করতে।তার মশলাদার ব্যক্তিগত জীবনের গল্পগুলোতে যা একটু অন্যরকম দিক তুলে ধরেছে।

আসলে মন্দারমনিতে সায়ন্তনী এবং শিলাজিৎ দুজনেই গেছেন একটি ছবির শ্যুটিংয়ে। ছবির নাম ‘টোটাল মস্তি’।এই কমেডি ছবিতে দুজনেই প্রেমে মজে মন্দারমনির বিচে।

সম্পর্কিত খবর