শিল্পার গান শুনে সোফা থেকেই পড়ে গেলেন রাজ! তুমুল ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একটা সময় বলিউডে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন শিল্পা শেট্টী (Shilpa Shetty)। একের পর এক ছবিতে সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছেন তিনি। হিটও হয়েছিল সেই সব ছবি। তবে ছেলের জন্মের পর অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেন তিনি। কিন্তু ছোটপর্দায় বহুবার দেখা গিয়েছে তাঁকে। বেশ কয়েকটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে।


শুধু আগেকার নায়করাই নন, তার পরের প্রজন্মের নায়কদের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন শিল্পা। তার মধ্যে রয়েছে, অক্ষয় কুমার, সইফ আলি খানের মতো অভিনেতারা। শিল্পার ফিগার নিয়ে তো কোনও কথাই চলে না। তাঁর নাচের ভঙ্গিমারও দিওয়ানা ছিলেন অনেকেই, এমনকি এখনও আছেন।

https://www.instagram.com/p/B_MNnSPhRQp/?igshid=13zk4r0kq0vi7

https://www.instagram.com/p/B-jBsERpkXb/?igshid=1q6qyrg9mc4bt

অনেকেই জানেন টিকটক করতে খুবই ভালবাসেন শিল্পা। সম্প্রতি আরও একটি টিকটক ভিডিও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে স্বামী রাজ কুন্দ্রাকে গান শোনাচ্ছেন তিনি। রাজও খুব মন দিয়ে শুনছেন। হঠাৎ করেই এত জোড়ে শিল্পা গেয়ে ওঠেন যে রাজ ভয়ে সোফা থেকেই পড়ে যান। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। নেটিজেনরাও হেসে লুটোপুটি খাচ্ছেন এই ভিডিও দেখে।

https://www.instagram.com/p/B_CqkCRh96T/?igshid=29fuwgbe5uh7

https://www.instagram.com/p/B_HbEGth8UJ/?igshid=14babj28fnhrv

প্রসঙ্গত, এই মুহূর্তে শরীরচর্চা ও যোগা নিয়েই বেশি ব্যস্ত থাকেন শিল্পা। পাশাপাশি রিয়েলিটি শোতে বিচারকের আসনেও দেখা যায় তাঁকে। লকডাউনের পর খুব তাড়াতাড়িই বড়পর্দায় ফিরতে চলেছেন তিনি। সৌজন্যে ‘হাঙ্গামা টু’। পরেশ রাওয়ালের বিপরীতে দেখা যাবে শিল্পাকে।

সম্পর্কিত খবর

X