নাচ জানেনা এদিকে রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছে! করন জোহরকে ধুয়ে দিলেন শিল্পা শিন্ডে

বাংলাহান্ট ডেস্ক: যত চ‍্যানেল বাড়ছে, বিনোদনের জন‍্য রিয়েলিটি শো-ও (Reality Show) তত বাড়ছে। নাচ, গানের প্রতিভা প্রকাশ‍্যে মঞ্চ ছাড়াও আরো নানান বিষয় নিয়ে শুরু হচ্ছে নন ফিকশন শো। সেখানে আমজনতার পাশাপাশি অংশ নিচ্ছেন সেলিব্রিটিরাও। এমনি একটি শো হল ‘ঝলক দিখলা যা’। শোয়ের দশম সিজন নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে। বিচারক করন জোহর (Karan Johar), নোরা ফতেহিদের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন শিল্পা শিন্ডে (Shilpa Shinde)।

সিজনের সেলিব্রিটি প্রতিযোগীদের মধ‍্যে অন‍্যতম ছিলেন শিল্পা। সম্প্রতি শো থেকে বাদ পড়েছেন তিনি। তারপরেই শোয়ের নেপথ‍্যের কিছু কাহিনি শেয়ার করে তিন বিচারককে তীব্র কটাক্ষ করেছেন অভিনেত্রী। বিশেষ করে করন জোহরকে রীতিমতো তুলোধনা করেছেন শিল্পা।

Shilpa Shinde
সম্প্রতি একটি ভিডিওতে সরাসরি করনের নাম নিয়েই তিনি বলেন, শোতে প্রতিযোগীদের নাচ নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করছেন বিচারকরা। বিশেষ করে সেলিব্রিটি প্রতিযোগীদের সঙ্গে এক রকম অন‍্যায়ই করা হচ্ছে বলে মনে করেন তিনি। নিয়া শর্মার পারফরম‍্যান্সের পর যেসব মন্তব‍্য করা হয়েছে তা দেখে আর চুপ করে থাকতে পারেননি শিল্পা।

ভিডিওতে সরাসরি করনের উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন তিনি, ‘করন স‍্যার কি ধর্মা প্রোডাকশনে কোনো সিনেমায় সুযোগ দেবেন? নাকি অস্কার দেওয়ার জন‍্য বসে আছেন তিনি নাকি জাতীয় পুরস্কার দেবেন? চাইটা কী আপনার? বলুন!’ না থেমে তিনি আরো বলেন, মাত্র তিন মিনিটের একটা পারফরম‍্যান্সের জন‍্য প্রতিযোগীরা যা খাটেন তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কেউ।

এরপরেই রুবিনা দিলায়েকের একটি পারফরম‍্যান্সের প্রসঙ্গ তুলে শিল্পা বলেন, ‘যেকোনো সময় অঘটন ঘটে যেতে পারত। সময় থাকতে মানুষের কদর করা উচিত‌। পরে মোমবাতি মিছিল করে, ঘেউঘেউ করে কোনো লাভ নেই’।

https://www.instagram.com/reel/CkLO2dGj6p0/?igshid=YmMyMTA2M2Y=

 

কোনো রকম রাখঢাক না করেই শিল্পা বলেন, ক‍রন জোহর একেবারেই নাচতে পারেন না। তাই নাচ নিয়ে মন্তব‍্য করার অধিকার তাঁর নেই। তিনি সাজপোশাক, মেকআপ নিয়ে বলতে পারেন। মাধুরী দীক্ষিতের নাচ নিয়ে বলার সবরকম অধিকার আছে। কিন্তু নিজে একজন শিল্পী হয়ে অন‍্য শিল্পীকে দুর্বলতা লোকানোর পরামর্শ তিনি দিতে পারেন না।

https://www.instagram.com/reel/CkLi3iSjaOf/?igshid=YmMyMTA2M2Y=

নোরার উদ্দেশে শিল্পার পরামর্শ, একটি হিন্দি রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন। একটু তো হিন্দি শিখবেন! সবশেষে তিনি অভিযোগ করেছেন, প্রতিযোগিতা হচ্ছে না বলেও প্রতিযোগীদের উপরে অহেতুক চাপ দেওয়া হচ্ছে। এসব না করে বরং শোটা বিনোদন হিসাবেই দেখা উচিত বলে মত শিল্পার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর