বাংলা হান্ট ডেস্কঃ ২০ জানুয়ারি। এদিনই আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে (RG Kar Case) সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছিল শিয়ালদহ আদালত। তাঁর আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। এরপরেই সঞ্জয়ের (Sanjay Roy) ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং সিবিআই। এই পরিস্থিতিতে আরজি কর-দোষীর আইনজীবী বদল হয়েছে। এরপরেই সামনে আসছে বড় খবর।
আরজি করের (RG Kar Case) সঞ্জয়ের লড়াইয়ে ‘এন্ট্রি’ নিল শিবসেনা?
সম্প্রতি জানা যায়, আরজি কর কাণ্ডের সঞ্জয়ের হয়ে এবার আইনজীবী যশ জালানকে লড়তে দেখা যেতে পারে। দায়িত্ব নেওয়ার পরেই তিনি অভিযোগ করেন, জেল কর্তৃপক্ষের কারণে এখনও অবধি ওকালতনামায় সই করতে পারেননি আরজি কর-দোষী। তবে কলকাতা হাইকোর্টে রাজ্য ও সিবিআইয়ের করা মামলায় তিনি সঞ্জয়ের হয়ে সওয়াল করার অনুমতি পেয়েছেন বলে জানান যশ।
এদিকে যশ জালান একাধারে যেমন আইনজীবী, তেমনই তাঁর আরও একটি পরিচয় রয়েছে। এই রাজ্যের শিবসেনা (Shiv Sena) নেতা হিসেবে তিনি পরিচিত। এছাড়া জানা যাচ্ছে, সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়তে পারেন শিবসেনার রাজ্য সভাপতি চন্দ্রশেখর ঝা-ও। এই বিষয়ে অবশ্য যশ স্পষ্ট জানিয়েছেন, রাজনীতিবিদ নয়, বরং এই মামলায় সঞ্জয়ের হয়ে আইনজীবী হিসেবে তাঁরা লড়াই করবেন।
আরও পড়ুনঃ ফাঁসির নির্দেশে স্থগিতাদেশ! ‘এই’ ধর্ষণ খুনের মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট
সম্প্রতি আরজি কর-দোষীর (RG Kar Case) আইনজীবী হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই একাধিক অভিযোগ আনেন যশ। দাবি করেন, ‘আমার সামনেই সঞ্জয়কে সাদা কাগজে সই করতে বলে। আমি বাধা দিই। সঞ্জয়কেও বলি, আইনজীবীর সঙ্গে কথা না বলে কোনও সাদা কাগজে সই করবেন না। সঞ্জয় নিজের পক্ষে প্রাইভেট ডিফেন্স কাউন্সেলকে দাঁড় করাতে চায়। তবে তাঁর ওপর চাপ দেওয়া হচ্ছে যাতে লিগ্যাল এইডের সাহায্য নেওয়া হয়। তাঁর ওপর রাজ্য সরকার এবং জেল কর্তৃপক্ষ চাপ তৈরি করছে’।
অন্যদিকে আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে (RG Kar Case) সঞ্জয়ের ফাঁসির আবেদন জানিয়ে রাজ্য ও সিবিআইয়ের মামলার আজ শুনানি ছিল হাইকোর্টে। সেই মামলায় রাজ্যের আবেদন আদৌ গ্রহণ করা হবে কিনা সেই নিয়ে আজ উচ্চ আদালতে শুনানি সম্পন্ন হয়। রায়দান স্থগিত রেখেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।