বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে সরকার গঠন করার জন্য কংগ্রেস আর এনসিপির হাত ধরেছে শিব সেনা। আর শিবসেনার এই জোট অনেক শিব সৈনিকই পছন্দ করেনি। এই অনৈতিক জোটের কারণে শিব সেনার দাপুটে নেতা (Ramesh Solanki) রমেশ সোলাঙ্কি মঙ্গলবার যুব শিবসেনা থেকে পদত্যাগ করেন। উনি মহারাষ্ট্রে নতুন জোটের উপর অসন্তোষ জাহিরে করে একের পর এক ট্যুইট করতে থাকেন। প্রথম ট্যুইটে উনি ইস্তফা দিয়ে বলেন, ‘আমি শিব সেবা আর যুব শিব সেনার সন্মানিত পদ থেকে ইস্তফা দিলাম। আমি @OfficeofUT আর আদি ভাই @AUThackeray (আদিত্য ঠাকরে) কে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি আমাকে মুম্বাই, মহারাষ্ট্র আর ভারতের মানুষকে সেবা করার সুযোগ করে দিয়েছে।”
রমেশ সোলাঙ্কি আরও একটি ট্যুইট করে লেখেন, ‘বিগত কয়েকদিন ধরে সবাই আমাকে আমার পক্ষ নিয়ে প্রশ্ন করছিলেন। আমি স্পষ্ট করে বলছি, যারা (কংগ্রেস) জয় শ্রী রামের না, তাঁরা আমার কোন কাজের না।” উনি বলেন, ১৯৯২ সালে ১২ বছর বয়সে বালা সাহেবের থেকে অনুপ্রেরিত হয়ে ১৯৯৮ সালে আধিকারিক ভাবে শিব সেনায় যোগ দিয়েছিলাম। আর তারপর থেকে হিন্দুত্বের বিচারধারায় কাজ করে আমি অনেক পদে কাজ করি।