বাংলা হান্ট ডেস্ক: নিজের অদম্য ইচ্ছে শক্তির বলে সফলতার (Success Story) শীর্ষ তামিলনাড়ুর এই যুবক। প্রশাসনিক পরিষেবায় প্রবেশের স্বপ্ন চোখে নিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ UPSC-র প্রস্তুতি নেন। কিন্তু সেই দীর্ঘ পথ পেরিয়ে IAS হওয়া ভাগ্যের নয়, কঠোর অধ্যবসায়, মানসিক শক্তি ও অবিচল ইচ্ছাশক্তির ফল। তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবারে জন্ম নেওয়া এম. শিবগুরু প্রভাকরণ তারই এক উজ্জ্বল উদাহরণ। দারিদ্র্য, পারিবারিক সংকট, আর্থিক অনটন— সব কিছুকে ছাপিয়ে দেশের অন্যতম কঠিন পরীক্ষায় সফল হয়ে তিনি IAS অফিসার হওয়ার লক্ষ্যে পৌঁছেছেন।
শিবগুরু প্রভাকরণের অসাধারণ সফলতার কাহিনি (Success Story)
প্রভাকরণের জন্ম এক কৃষক পরিবারে। সংসারের অবস্থা আগেই টানাটানি ছিল; তার উপর বাবা মদের নেশায় আসক্ত হয়ে পড়ায় পরিবার কার্যত ভেঙে পড়ে। পরিবারের দায়ভার এসে পড়ে মা এবং বোনের কাঁধে। প্রভাকরণের মা দিনভর মাঠে কাজ করতেন, আর বোন বাঁশের টোকরি বানিয়ে কিছু টাকা উপার্জন করতেন। কিন্তু সেই সামান্য উপার্জনে সংসার যেমন চলত কষ্টে, তেমনই প্রভাকরণের পড়াশোনার খরচ জোগাড় করা ছিল প্রায় অসম্ভব। বাধ্য হয়ে মাঝপথেই পড়াশোনা থামাতে হয় তাকে (Success Story)।
আরও পড়ুন:“বেচাল দেখলেই যোগ্য জবাব দেওয়া হবে”, পাকিস্তানকে সরাসরি ‘অ্যাক্ট অব ওয়ার’- এর হুঁশিয়ারি ভারতের
পরিবারের সহায়তায় প্রভাকরণ দু’ বছর কাঠ কাটার আড়া মিলে শ্রমিকের কাজ করেন। পাশাপাশি কৃষিকাজেও হাত লাগান। তবুও মনের গভীরে IAS হওয়ার স্বপ্ন দপদপ করত। বোনের বিয়ে হয়ে যাওয়ার পর তিনি পুনরায় পড়াশোনায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। সীমিত উপায় ও প্রতিকূলতার মাঝেও তিনি লড়াই চালিয়ে যান এবং ২০০8 সালে ভেল্লোরের থান্থাই পেরিয়ার গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন (Success Story)।
কলেজের ফি এবং অন্যান্য খরচ জোগাতে তাঁকে করতে হয়েছে নানা কাজ। চেন্নাইয়ের সেন্ট থমাস মাউন্ট রেলস্টেশনের পাশে বসেই পাঠ্যবই খুলে দিনরাত পড়াশোনা করতেন তিনি। সেই রেলস্টেশনই হয়ে ওঠে তাঁর ‘লাইব্রেরি’। জীবনের কঠিনতম অধ্যায়কে শক্তির উৎস করে প্রভাকরণ নিজের লক্ষ্য থেকে কখনও বিচ্যুত হননি। তাঁর নিষ্ঠা এবং মেধা তাঁকে IIT মাদ্রাজে এমটেক করার সুযোগ এনে দেয়। ২০১৪ সালে পোস্টগ্রাজুয়েশন শেষ করে UPSC-র প্রস্তুতিতে পুরোপুরি ঝাঁপিয়ে পড়েন তিনি (Success Story)।

আরও পড়ুন:২০২৬-এ আশ্রয় মিলবে মাত্র ৭৫০০ জন বিদেশিদের, শরণার্থীদের সংখ্যায় নজিরবিহীন কঠোরতা ট্রাম্পের
তবে সাফল্য সহজে আসেনি। পরপর কয়েকবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু প্রভাকরণ হাল ছাড়েননি। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও দৃঢ়ভাবে এগোন তিনি। অবশেষে চতুর্থ প্রচেষ্টায় UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় ১০১তম স্থান অর্জন করেন এবং IAS অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করেন। সেই মুহূর্ত শুধু তাঁর নয়, তাঁর সংগ্রামসমৃদ্ধ পরিবারেরও জয় (Success Story)।
আজ এম. শিবগুরু প্রভাকরণ হাজারো ছাত্রছাত্রীর অনুপ্রেরণা। তাঁর গল্প প্রমাণ করে দেয়— পরিস্থিতি যত কঠিনই হোক, প্রতিশ্রুতি, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম থাকলে সাফল্য নিশ্চিত। পাহাড়সম বাধাও ভেঙে ফেলা যায়, যদি স্বপ্ন দেখা ছেড়ে না দেওয়া যায়। প্রভাকরণ দেখিয়েছেন— গ্রামের খড়ের ঘর থেকে দেশের শীর্ষ প্রশাসনিক পদে পৌঁছানো সম্ভব, শুধু প্রয়োজন ইচ্ছাশক্তি আর অবিচল পরিশ্রমের (Success Story)।













