আজ রাতেই শপথ নেবেন শিবরাজ সিং, মধ্যপ্রদেশের ইতিহাসে প্রথম কেউ চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) প্রায় একমাস ধরে চলা রাজনৈতিক উথালপাথাল আজ সোমবার থেকে যাবে। বিজেপির হাইকম্যান্ড মধ্যপ্রদেশের আগামী মুখ্যমন্ত্রীর জন্য শিবরাজ সিং (Shivraj SIngh) এর নাম ঠিক করেছে, শিবরাজ আর রাত নটায় রাজধানী ভোপালে অবস্থিত রাজভবনে শপথ নেবেন।

উল্লেখ্য, ২০ মারর কমলনাথের ইস্তফার পর মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শিবরাজ সিং সবথেকে মজবুত দাবিদার ছিলেন। দলের নেতারাও বর্তমান বিধানসভার পরিস্থিতি দেখে শিবরাজ সিং চৌহানকেই মুখ্যমন্ত্রী বানানোর দাবি করছে। আর অন্য দাবিদারের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্রার নামও সামনে এসেছে।

শিবরাজ সিং চৌহান ২০০৫ থেকে ২০১৮ পর্যন্ত লাতগাতার ১৩ বছর মুখ্যমন্ত্রী ছিলেন। এই ১৩ বছরে উনি ৩ বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। ওনার আবারও মুখ্যমন্ত্রী হওয়ার পর মধ্যপ্রদেশের ইতিহাসে এটাই প্রথম হবে যে কেউ চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। শিবরাজ সিং ছাড়া এর আগে অর্জুন সিং আর শ্যামাচরণ শুক্লা তিন বার করে মুখ্যমন্ত্রী ছিলেন।

বিজেপির সুত্র অনুযায়ী, কমলনাথ সরকারের পতনের পর দিল্লীতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর আবাসে বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং বরিষ্ঠ নেতাদের সাথে চর্চার সময় প্রহ্লাদ প্যাটেলের নামে বিচার করা হয়েছিল। এছাড়াও মধ্যপ্রদেশে দলিত কার্ড খেলার জন্য কেন্দ্রীয় মন্ত্রী থাবরচন্দ্র গহলোতকে মুখ্যমন্ত্রী বানানোর কথা হচ্ছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর