করোনার জেরে বিমান পরিবহণ বন্ধ করে দেওয়ার দাবি জানাল পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকার

বাংলাহান্ট ডেস্কঃ COVID-19 রুখতে দেশের ৭৫ জেলায় লকডাউন (lockdown) ঘোষণা করেছে কেন্দ্র। এছাড়াও বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই এই ঘোষণা করা হয়েছে। আজ থেকে ২৭ মার্চ পর্যন্ত লকডাউনে যাচ্ছে পশ্চিমবঙ্গ (West Bengal)। এর ফলে ট্রেন, বাস বন্ধ করে দেওয়া হয়েছে। এবার দেশ ডোমেস্টিক ফ্লাইট (Domestic flights) বন্ধ করে দেওয়ার কথা ভাবছে কেন্দ্র।

corona index 2003171712

এমনকী, বিমান পরিবহণ বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে আসছিল পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড (West Bengal and Jharkhand)। এনিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী হরদীপ পুরী(Hardeep Puri) জানিয়েছেন, সরকার  আন্তঃদেশীয় উড়ান বন্ধ করে দেওয়ার কথা ভাবছে সরকার। এনিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই একটি ডাচ বিমানকে দিল্লিতে (delhi) নামতেই দেয়নি সরকার। সেই বিমানে ছিলেন ৯০ ভারতীয়।

aircraft in flight picture 3 168539

এদিকে, করোনাভাইরাসের(corona virus)  সংক্রমণ বন্ধ করতে ওপডি বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে দিল্লি অল ইন্ডিয়া অব মেডিক্যাল সায়েন্স। করোনা সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র। মুম্বই, নবি মুম্বই ও পুণেতে করোনা পজিটিব মানুষের সন্ধান পাওয়া গিয়েছে। একথা মাথায় রেখেই গতকাল মুম্বই-পুণে হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়।

অন্যদিকে, রবিবার জনতা কার্ফুতে লোকজন বাইরে বের না হলেও সোমবার এখনও পর্য্ন্ত রসদ সংগ্রহের জন্য দোকানে ভিড় করেছেন। অনেকে আবার হাওড়া, শিয়ালদহ স্টেশনে গিয়ে দেখছেন ট্রেন চলছে কিনা। গোটা দেশেই প্রায় একই অবস্থা। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এনিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর