“রোহিত, কোহলির মধ্যে দিয়ে নিজের…”, মোদীর ড্রেসিংরুমে প্রবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তান তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটি বিরাট বড় অঘটন ঘটেছে। দেশের মাটিতে অনবদ্য ছন্দে থাকা ভারতীয় দলকে (Indian Cricket Team) ফাইনালে ছয় উইকেটে হারিয়ে বিশ্বকাপ দখল করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ফাইনালে ভারতীয় দল হারতে পারে এমন চিন্তাই কারোর মাথায় আসেনি। শোয়েব আখতার (Shoaib Akhtar) থেকে শুরু করে গৌতম গম্ভীর ম্যাচের আগে ভেবেছিলেন ভারত এই লড়াই জিতে যাবে। খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত হতাশ ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। তাদের সান্তনা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজে ড্রেসিংরুমে গিয়েছিলেন।

narendra modi

ড্রেসিংরুমে মোদীর উপস্থিতি:
মোটামুটি তিনটি ক্যামেরায় ড্রেসিংরুমে নরেন্দ্র মোদীর উপস্থিতি রেকর্ড করা হয়। বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়ের মতো মহাতারকাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি দলের প্রত্যেক সদস্যের সঙ্গে করমর্দন করে তাদেরকে হতাশ হতে নিষেধ করেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রশংসা ও সমালোচনা:
অনেকেই ক্রিকেটারদের কঠিন পরিস্থিতির মধ্যে ড্রেসিংরুমে অতগুলি ক্যামেরা নিয়ে মোদীর প্রবেশের ব্যাপারটা মেনে নিতে পারেননি। তাদের মধ্যে ক্রিকেটারদের ওই সময় একটু একা থাকতে দিতে হয় এবং নিজের মনেই নিজের লড়াই লড়তে দিতে হয়। প্রধানমন্ত্রীর যদি প্রবেশ করার হতো তাহলে তিনি নিজে একা গিয়ে দেখা করে আসতে পারতেন কোন ক্যামেরা বা অনুচর ছাড়া। আবার অনেকেই এই ব্যাপারটিকে সম্পূর্ণ স্বাভাবিক এবং প্রশংসার চোখে দেখছেন। দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের ক্রিকেটারদের পাশে দাঁড়াতে গিয়েছেন নরেন্দ্র মোদী। এতে আপত্তির কোন জায়গা থাকতে পারে না বলেই মন্তব্য করেছেন অনেকে। আর এই দ্বিতীয় তালিকাতে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার।

আরও পড়ুন: শাহরুখের জায়গায় সৌরভ! বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন মহারাজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা মমতার

shoaib rohit kohli

শোয়েবের বক্তব্য:
সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে নরেন্দ্র মোদির ভারতের ড্রেসিংরুমে যাওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন এই পাক ক্রিকেটার। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী খেলোয়াড়দের প্রতি নিজের পূর্ণ সমর্থন দেখিয়েছেন, একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন যে গোটা ভারত তাদের ক্রিকেট দলের পাশে আছে। ব্যাপারটা অত্যন্ত সহজ ও সাধারণ। খেলোয়াড়দের জন্য এই আবেগপূর্ণ সময়ে, তিনি তাদের সাথে তার নিজের বাচ্চাদের মতোই আচরণ করেছিলেন, তাদের মনোবল বাড়িয়েছিলেন এবং তাদের বলেছিলেন যে তারা ভাল কাজ করেছে। এটা সত্যিই প্রধানমন্ত্রীর নেওয়া একটি মহান পদক্ষেপ ছিল।”

আরও পড়ুন: ২ বছরে ৮ অধিনায়ক! ভারতের T-20 দল সংক্রান্ত BCCI-এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা

মোদী কি বললেন?
বিশ্বকাপ ফাইনাল হারের পর ভারতীয় দলের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন, “প্রিয় ভারতীয় দল, বিশ্বকাপের চলাকালীন আপনাদের সকলের প্রতিভা এবং সংকল্প ছিল লক্ষণীয়। আপনি সাহসী হৃদয়ের সাথে খেলেছেন এবং জাতির জন্য অপরিসীম গর্ব এনেছেন।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর