শোয়েব আখতারের মতে সময় থাকতে মাথা উঁচু করে ক্রিকেটকে বিদায় জানানো উচিৎ ধোনির।

প্রাপ্তন পাকিস্তানী তারকা বোলার শোয়েব আখতার মনে করেন 2019 ওয়ানডে বিশ্বকাপের পরেই ধোনির অবসর গ্রহণ করা উচিৎ ছিল। আখতার বুঝে উঠতে পারছেন না অবসরের সিদ্ধান্ত নিতে কেন এত দেরি করছেন প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার পর দীর্ঘ দিন মাঠের বাইরে রয়েছেন ধোনি। সকলে মনে করেছিলেন এবার আইপিএলে ফের ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে ধোনিকে। কিন্তু দেশজুড়ে করোনা ভাইরসের কারনে এখন আইপিএল হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন ভারতীয় দলে ফেরার রাস্তা আরও কঠিন হয়ে গেল ধোনির জন্য।

968510597d0636b80cf1891dca2d2d2773bfd4e84ec2102bdd91bb4bbf652645b2044a8d

শোয়েব আখতার বলেছেন, ধোনি ভারতীয় ক্রিকেট দলের জন্য অনেক কিছু করেছেন, ভারত বিশ্বকাপ জিতেছে ধোনির নেতৃত্বে, ভারতের হয়ে অনেক সুন্দর সুন্দর ইনিংস খেলেছেন ধোনি। ধোনি সবসময় নিজের সেরাটা দিতে চেষ্টা করেছেন, কিন্তু এখন আর ধোনি নিজের একশো শতাংশ দিতে পারছেন না। তাই ধোনির উচিৎ সময় থাকতে মাথা উঁচু করে ক্রিকেট কে বিদায় জানানো।


Udayan Biswas

সম্পর্কিত খবর