“বলেছিলেন মা বলে ডাকতে”, পাকিস্তানের গতিদানব শোকস্তব্ধ ভারতীয় কোকিলকণ্ঠীর প্রয়াণে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতরত্ন লতা মঙ্গেশকর গত ৬ই ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। তারপর থেকে, অনেক ক্ষেত্রের অনেক তারকাই তার স্মৃতিতে তার সাথে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করছেন। সেই তালিকাতে রয়েছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি লতা মঙ্গেশকরের সাথে কাটানো মুহূর্তের কথা শেয়ার করেছে। যদিও শোয়েবের সাথে কোনওদিন লেখা হয়নি সুরসম্রাজ্ঞীর। নিজের ইউটিউব চ্যানেলে তার সাথে দেখা না হওয়ার আক্ষেপের কথা প্রকাশ করেছেন শোয়েব।

শোয়েব বলেন, “আমি একটি কাজের জন্য ২০১৬ সালে ভারতে গিয়েছিলাম। আমি লতা মঙ্গেশকরের একজন বড় ভক্ত। সেই সময় মুম্বইতে থাকায় লতা দিদির সঙ্গে কথা হয়েছিল। লতা দিদি আমার সাথে খুব আন্তরিকতার সাথে যোগাযোগ করেছিলেন। আমি যখন তাকে লতা দিদি বলে ডাকতাম তখন তিনি আমাকে মা বলে ডাকতে বলল। তারপর তিনি আমাকে বললেন, ‘আমি আপনার সাথে দেখা করার জন্য উন্মুখ। আমি আপনার এবং সচিন টেন্ডুলকারের মধ্যে অনেক ম্যাচ দেখেছি। আপনি খুব আক্রমণাত্মক ক্রিকেটার এবং আপনি আপনার রাগের জন্য ক্রিকেট বিশ্বে পরিচিত।’

   

এছাড়াও, আমি লতাজির সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। সেই সময় তিনি নবরাত্রির পর আমাকে দেখা করতে আসতে বলেন। কিন্তু নবরাত্রির পরপরই আমার পাকিস্তানে ফিরে আসার কথা ছিল। তার পর তার একটু মন খারাপ হয়। তবে আমি তাদের আশ্বস্ত করেছিলাম এই বলে যে কয়েকদিনের মধ্যে অবশ্যই দেখা হবে। কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি। এমন অনুভূতি আমার মনে চিরকাল থাকবে।” সেই সঙ্গে শোয়েব আরও জানিয়েছেন যে তার লতা দিদি তাকে জীবনে মাথা ঠান্ডা রাখার এবং অপরের পাশে দাঁড়ানোর পরামর্শও দিয়েছিলেন।

লতা মঙ্গেশকর শোয়েব আখতার-কে এও জানিয়েছেন যে মেহেদী হাসান, নুরজাহান, গোলাম আলি-দের সাথে কাজ করে অনেক অনুপ্রাণিত হয়েছিলেন। কোকিলকণ্ঠী ক্রিকেটও ভালোবাসতেন। সচিন টেন্ডুলকার মা বলে ডাকতেন। তিনি সচিনকে ভারতরত্ন দেওয়ারও দাবি জানান একসময়। এবার প্রকাশ্যে এল পাক ক্রিকেটারদের সাথেও তার ভালো সম্পর্কের কথা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর