বাংলাহান্ট ডেস্ক: ঘর ভাঙছে সানিয়া মির্জা (Sania Mirza) এবং শোয়েব মালিকের (Shoaib Malik)। এ খবর এখন আর কারোরই অজানা নয়। পাক ক্রিকেটারের প্রেমে পড়ে দেশ ছেড়েছিলেন সানিয়া। এখন তিনিই প্রতারণা করে ছেড়ে দিলেন স্ত্রীকে। অন্তত জল্পনা তো তেমনটাই বলছে। বিষয়টা নিয়ে শোয়েব সানিয়া এখনো স্পষ্ট ভাবে কোনো মন্তব্য না করলেও সোশ্যাল মিডিয়ায় তাঁদের কিছু টুইট বিচ্ছেদেরই ইঙ্গিত দিয়েছে বলে দাবি নেটিজেনদের।
কিছুদিন আগে সানিয়ার একটি ইনস্টাগ্রাম স্টোরি থেকে জল্পনা তুঙ্গে উঠেছিল। দুটি পঙক্তি শেয়ার করেছিলেন প্রাক্তন ভারতীয় টেনিস তারকা। সেখানে উর্দু এবং ইংরেজিতে লেখা ছিল, ‘ভাঙা হৃদয়গুলো কোথায় যায়? আল্লাকে খুঁজতে’। সানিয়ার এই পোস্ট দুজনের বিচ্ছেদের গুঞ্জন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল।
এবার শোয়েবের একটি টুইট জল্পনার আগুনে ঘি দিল। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই তিনি লিখেছেন, ‘একটা নতুন দিন আর একটা নতুন চ্যালেঞ্জ। আনন্দের সঙ্গে ঘোষনা করছি যে ২০২৩ এ পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলব আমি। পেশোয়ার জালমির সঙ্গে গোটা সময়টা খুব উপভোগ করেছি। এবার করাচি কিংসের সঙ্গে নতুন ভাবে শুরু করার পালা।’
A New day & a new challenge:
Happy to announce that I will be playing for #KarachiKings in HBLPSL 2023. I thoroughly enjoyed my time with Peshawar Zalmi, Thankyou @JAfridi10.
Now back to new beginnings with @KarachiKingsARY once again 🏏#YehHaiKarachi #HBLPSL2023 #Pakistan
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) November 11, 2022
অতি সম্প্রতি তারকা দম্পতির ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন তাঁদের এক ঘনিষ্ঠ বন্ধু। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, শোয়েব সানিয়ার নাকি ইতিমধ্যেই বিচ্ছেদ হয়ে গিয়েছে। আরো জানা যাচ্ছে, পাকিস্তানে শোয়েবের ম্যানেজমেন্ট টিমের এক সদস্যও এই গুঞ্জনে শিলমোহর দিয়েছেন। তিনিও জানিয়েছেন, শোয়েব এবং সানিয়া নাকি ইতিমধ্যেই আইনি ভাবে ডিভোর্স নিয়ে নিয়েছেন। তবে এর থেকে বেশি আর কিছু ফাঁস করতে রাজি হননি তিনি।
অন্যদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে খবর, শোয়েব সানিয়া নাকি ছোটপর্দার একাধিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। চুক্তিবদ্ধ রয়েছেন তাঁরা। এমন পরিস্থিতিতে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষনা করলে আইনি জটিলতায় ফাঁসতে হতে পারে তাঁদের। তাই নাকি এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছেন শোয়েব সানিয়া।