বাংলা হান্ট ডেস্ক : বাঙালির সন্ধ্যাকালীন আড্ডা মানেই সেখানে থাকবে তুঁতে, শিমুল, দীপাদের জীবনের রোজনামচা। এক কাপ ধোঁয়া ওঠা গরম চা আর তার সাথে টিভির পর্দা__এই যুগলবন্দীকে কেউ হার মানাতে পারবেনা। আর কোন সিরিয়ালকে মানুষ কতটা ভালোবাসে তার TRP রিপোর্ট (Target Rating Point) আসে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার। এবারও চলে এল বাংলা ডেলি সোপের রিপোর্ট কার্ড।
এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) যে অপ্রতিরোধ্য সেকথা বলাই বাহুল্য। প্রথমে সূর্যর ভুল ভাঙা এবং তারপর জেলে যাওয়ার হওয়ার ঘটনা যে দর্শকমহলে ভালো আলোড়ন ফেলেছে তা টিআরপি পয়েন্ট থেকেই স্পষ্ট। চলতি সপ্তাহে সূর্য-দীপার ঝুলিতে এসেছে ৮.৫ পয়েন্ট। এবং যথারীতি বেঙ্গল টপারের স্থানটিও ধরে রেখেছে এই মেগা। এরপরেই রয়েছে ফুলকি (Phulki) এবং জগদ্ধাত্রী (Jagadhatri)।
এতদিন জগদ্ধাত্রী থাকতো দ্বিতীয় স্থানে এবং ফুলকি থাকতো দ্বিতীয় স্থানে। তবে চলতি সপ্তাহে ৭.৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে এই দুই মেগা। রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনী এন্ট্রি নেওয়ার পর থেকেই ফুলকির জনপ্রিয়তা যেন দ্বিগুন বেড়ে গেছে। গত সপ্তাহে পর্ণা-সৃজনের সম্পর্কের সুতোয় টান পড়তেই গোল দিয়েছিল সন্ধ্যাতারা। তবে এবার আবারও পর্ণা স্বমহিমায় তার জায়গায় ফিরে এসেছে। প্রাপ্ত পয়েন্ট ৭.৮।
আরও পড়ুন : ‘গদর ২’র সাফল্যের পর সানির মাস্টারস্ট্রোক! এবার ‘রামায়ণে’ এই চরিত্রে দেখা যাবে তারা সিংকে
অন্যদিকে ৭.২ পয়েন্ট নিয়ে যৌথভাবে চতুর্থস্থানে রয়েছে স্টার জলসার সন্ধ্যাতারা এবং কার কাছে কই মনের কথা। শিমূলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পর তার প্রতিবাদের ধরণ যে মানুষের বেশ পছন্দ হয়েছে সেকথা বলাই বাহুল্য। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার হরগৌরী পাইস হোটেল। ঐশানী শঙ্করের ঝুলিতে এসেছে ৬.৮ পয়েন্ট। এদিকে লাভ বিয়ে আজকাল, তুঁতে এবং রাঙা বউ এর ঝুলিতে এসেছে ৬.৫ পয়েন্ট করে।
এসপ্তাহের সেরা দশ সিরিয়ালের টিআরপি তালিকা :
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৫ Topper 👑
২য় •• ফুলকি / জগদ্ধাত্রী ৭.৮
৩য় •• নিম ফুলের মধু ৭.৪
৪র্থ •• সন্ধ্যাতারা / কার কাছে কই ৭.২
৫ম •• হর গৌরী পাইস হোটেল ৬.৮
৬ষ্ঠ •• Love বিয়ে আজকাল ৬.৫ / রাঙা বউ ৬.৫ / তুঁতে ৬.৫
৭ম •• জল থৈ থৈ ভালোবাসা ৬.৩
৮ম •• তোমাদের রাণী ৬.১
৯ম •• বাংলা মিডিয়াম ৫.৯
১০ম •• মিলি ৫.৬ / ইচ্ছে পুতুল ৫.৬
আরও পড়ুন : ‘ফেকগিরি করে বেশিদিন…’, নাম না করেই অঙ্কুশকে তোপ দাগলেন রানা সরকার
এদিকে শুরু হতে না হতেই ছক্কা হাঁকিয়েছে সৌরভের ‘দাদাগিরি’। প্রথম সপ্তাহেই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.২। অন্যদিকে ঘরে ঘরে জি বাংলার ঝুলিতে গেছে ১.৬ পয়েন্ট। ডান্স বাংলা ডান্স পেয়েছে ৫.৫ পয়েন্ট। এছাড়া রচনা ব্যানার্জির দিদি নম্বর ওয়ান এর প্রাপ্ত পয়েন্ট ৬.১। চলতি সপ্তাহে ভালো ফলাফল করেছে স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ও। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৫.৩।