‘ইসলামে চুল দেখানো হারাম, মুখ ঢাকো’, হুগলির মাটিতে মহিলা সাংবাদিককে ধর্মের দোহাই দিয়ে ধমক, স্তব্ধ বাংলা হান্টের প্রতিনিধি

Published on:

Published on:

Shocking Attack on Bangla Hunt Exclusive Press Freedom in Hooghly
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আমরা সকলেই জানি ভারতীয় সংবিধানে স্পষ্ট ভাষায় বলা আছে যে, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং স্বাধীনভাবে বাঁচার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই সংবিধানই যেন প্রশ্নের মুখে পড়ল পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। সাংবাদিকতা করতে গিয়ে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন বাংলা হান্টের (Bangla Hunt Exclusive) প্রতিনিধি রিয়া, যা সম্প্রতি ভারতের সংবিধানকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। ২০২৬ সালে এসেও পোশাক নিয়ে মহিলাদের অন্য দৃষ্টিতে দেখা! এ কোথায় বাস করছি আমরা? বাংলায় তালিবানি শাসন? আজকের এই ঘটনা ফের এক গুচ্ছ প্রশ্ন তুলে দিয়ে গেল।

কী ঘটেছে হুগলিতে? (Bangla Hunt Exclusive)

ঘটনাটি ঘটেছে হুগলি জেলায়। বিশ্ব ইজতেমার শেষ দিনে সেখানে নিজের পেশাগত দায়িত্ব পালন করছিলেন বাংলা হান্টের (Bangla Hunt Exclusive) তরুণ মহিলা সাংবাদিক রিয়া। ঠিক সেই সময়েই কিছু সংখ্যালঘু ব্যক্তি তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শুরু করেন। রিয়ার দাবি ওই ব্যক্তিরা সরাসরি বলেন, ‘চুল দেখানো হারাম, মাথায় কাপড় দিতে হবে, মুখ ঢাকতে হবে।’ শুধু এখানেই থামেননি তাঁরা। আরও বলা হয়, ইসলাম ধর্মে মহিলাদের কোনও জায়গা নেই। এমনকি মহিলাদের দিকে সরাসরি তাকাতে নেই। সেই সময় কিছু সংখ্যালঘু ব্যক্তিরা রিয়াকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়, এবং তাঁরা বলে রিয়ার চুল খোলা রয়েছে তাই সেই অবস্থায় তাঁরা কোনও প্রশ্নের উত্তর দেবে না।

ভিডিও দেখুন: https://youtu.be/gEjqenZxmN8?si=qPCDrOlCKMt-02W9

রিপোর্টিং করতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা

এই ধরনের মন্তব্য শুনে হতভম্ব হয়ে যান বাংলা হান্টের প্রতিনিধি রিয়া। নিজের রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তাঁর মনে হতে থাকে, তিনি যেন পশ্চিমবঙ্গে নন, বরং আফগানিস্তান কিংবা বাংলাদেশের জেহাদি বা তালিবানি শাসনের মধ্যে পড়ে গিয়েছেন। রিয়ার সামনে দাঁড়িয়েই ওই সংখ্যালঘু ব্যক্তিরা জানান, ইসলাম ধর্মে বিশ্ব ইজতেমায় মহিলাদের কোনও জায়গা নেই। এমনকি প্রকাশ্যে এই কথা বলতেও তাঁরা দ্বিধা করেননি। ঘটনাস্থলেই এই অদ্ভুত ও উদ্বেগজনক পরিস্থিতির সাক্ষী থাকেন বাংলা হান্টের প্রতিনিধি।

Shocking Attack on Bangla Hunt Exclusive Press Freedom in Hooghly

আরও পড়ুনঃ SIR শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল, দায়ের মামলা

কেন এই ঘটনা গুরুতর?

একদিকে সংবিধান যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত স্বাধীনতার কথা বলে, সেখানে একজন মহিলা সাংবাদিককে (Bangla Hunt Exclusive) ধর্মের দোহাই দিয়ে এভাবে নির্দেশ দেওয়ার অভিযোগ নতুন করে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোন পথে এগোচ্ছে বাংলা? প্রশ্ন রইল…

 

 

Edited By: Sharmi Dhar