বাংলা হান্ট ডেস্কঃ আপনি কি ‘ভোডাফোন আইডিয়া’-র গ্রাহক? তাহলে ডিসেম্বর থেকে নয়, আপনার মাথাব্যথা বাড়িয়ে চলতি মাসের শেষেদিকেই আপনার মোবাইল সংক্রান্ত খরচ আগের চেয়ে বাড়তে চলেছে। ফের একবার মোবাইল রিচার্জের মূল্য বাড়ছে। গত সোমবার রিচার্জের টাকা বাড়ার কথা ঘোষণা করেছিল নামি টেলিকম সংস্থা এয়ারটেল। এবার তাদের পথেই এগোলো ‘ভোডাফোন-আইডিয়া’ও। ২৫ শে নভেম্বর অর্থাৎ আজ থেকেই ভি-এর সমস্ত প্ল্যানের মুল্য বেড়ে গেল আগের থেকে অনেকটাই।
আগেই বৃহস্পতিবার থেকে গ্রাহকদের জন্য বরাদ্দ এই নতুন প্ল্যানের ইঙ্গিত দিয়েছিল নামি এই টেলিকম সংস্থা। পরপর এয়ারটেল এবং ভোডাফোনের এইরূপ রিচার্জের মূল্যবৃদ্ধি দেখে মাথায় হাত পড়ে গিয়েছে নিম্নবিত্ত আর মধ্যবিত্ত সমাজের কপালে। যদিও এয়ারটেল তাদের এই মূল্যবৃদ্ধির পেছনে যুক্তি দেখিয়েছে। তারা জানিয়েছে যে, এই মুহূর্তে দেশে ৫জি পরিকাঠামো চালু করা প্রয়োজন। আর এই নতুন পরিকাঠামো তৈরির জন্য প্রয়োজন অনেক অর্থের। সেইজন্যই বাধ্য হয়ে রিচার্জের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে তাদের।
বেশিরভাগ টেলিকম সংস্থারই বিপুল অঙ্কের এজিআর বকেয়া রয়েছে। তবে অনুরোধের পর আপাতত চার বছরের জন্য স্থগিত রয়েছে সেই বকেয়া৷ ‘ভোডোফোন আইডিয়া’ ওরফে ভি তার প্রিপেড প্ল্যানগুলির দাম ২০-২৫ শতাংশ বাড়িয়েছে। সংস্থা জানিয়েছে, এই দাম বৃদ্ধির ফলে সংস্থার ব্যবহারকারী প্রতি গড় আয় আরো উন্নত হবে। অর্থনৈতিক সংকটের মুখোমুখি দুই শিল্পক্ষেত্রকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে এই মূল্যবৃদ্ধি।
নিম্নলিখিত অংশে তাদের পুরনো ও নতুন প্ল্যানের দামগুলি তুলে ধরা হল –
১. এখন ভোডাফোন আইডিয়া লিমিটেডের বেসিক প্যাক আগে ছিল ৭৯ টাকার। আজ থেকে তার নতুন দাম ৯৯ টাকা।
২. সর্বাধিক ব্যবহৃত ২৮ দিনের দৈনিক ১.৫ জিবি ডেটার ২৪৯ টাকার প্যাকের দাম বেড়ে হবে ২৯৯ টাকা।
৩. ২৮ দিনের জন্য ১ জিবি ডেটা প্যাকের জন্য আগের দাম ২১৯ টাকা থেকে বেড়ে ২৬৯ টাকা হয়েছে।
৪. ২৮ দিনের ২৯৯ টাকার ২ জিবি ডেটা প্যাকের দাম আজ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ টাকা।
৫. ৫৬ দিনের দৈনিক ২ জিবি ডেটার ৪৪৯ টাকার প্যাক এখন থেকে গ্রাহককে ৫৩৯ টাকা খরচ করতে হবে।
৬. ৫৬ দিনের ১.৫ জিবি ডেটা প্যাকের জন্য আগে গ্রাহককে ৩৯৯ টাকা খরচ করতে হতো, সেই দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ৪৭৯ টাকা।
৭. ৮৪ দিনের প্রতিদিন ২জিবি ডেটা প্যাকটির দাম এতদিন ৬৯৯ টাকা ছিল। ২৫ নভেম্বর থেকে সেটি বেড়ে ৮৩৯ টাকা হবে।
৮. ৮৪ দিনের দৈনিক ১.৫ জিবি ডেটা প্যাকের দাম ছিল ৫৯৯ টাকা। এবার সেটা বেড়ে হয়েছে ৭১৯ টাকা।
৯. ১,৪৯৯ টাকার বার্ষিক প্যাকে এখন ২৪ জিবি ডেটার জন্য এখন গ্রাহকদের ১,৭৯৯ টাকা খরচ করতে হবে।
১০. টপ আপ প্যাকগুলিরও দামও আগের থেকে বেড়েছে। এক্সিস্টিং প্ল্যানের সাথে থাকা ৪৮ টাকার প্যাকটির দাম বেড়ে ৫৮ টাকা হবে।