ম্যাচের পর প্রাণনাশের হুমকি দিয়েছিলেন আখতার, ১৪ বছর আগের ঘটনা ফাঁস করে গর্জে উঠলেন উথাপ্পা

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের প্রাক্তন তারকা জোরে বোলার শোয়েব আখতার বরাবরই তার বলের গতি এবং বাউন্সে তাবড় তাবড় ব্যাটসম্যানদের কাবু করে দিয়েছেন। ব্যাটসম্যানদের ভয় দেখানোর ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। যদি কোন ব্যাটসম্যান শোয়েব আক্তারকে উত্তম-মধ্যম মার দেন তাহলে তার বদলা নেওয়ার জন্য আক্তার যা খুশি করতে পারেন। আর তেমনই একটি ঘটনা ঘটে গিয়েছিল ঠিক 14 বছর আগে ভারতীয় ব্যাটসম্যান রবিন উত্থাপার সঙ্গে।

2007 সালের ঘটনা। সেই সময় গুহাটিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে একদিনের সিরিজ চলছে। সিরিজের একটি ম্যাচে জয়ের জন্য ভারতের 25 বলে 12 রান এর প্রয়োজন ছিল। ক্রিজে ছিলেন রবিন উথাপ্পা এবং ইরফান পাঠান। বল হাতে ছিলেন শোয়েব আক্তার। ওভারের প্রথম বলে রবিন উথাপ্পাকে উদ্দেশ্য করে 155 কিলোমিটার জোরে ইয়র্কার ছুড়েছিলেন শোয়েব আক্তার। তবে আক্তারের সেই বলটি বুঝে নিয়েছিলেন রবিন উথাপ্পা এবং তিনি ক্রিজেই বল থামিয়ে দেন এবং পরের দুটি বলে পরপর দুটি চার মেরে ম্যাচ জিতে নেয় উথাপ্পা।

n280113286b6f1ced7caa49117f30da5be30f7c5421dec7fc20fc2d224d9119786ea747a28

সেই ঘটনাটি যে মোটেও ভালো হবে নেই নি উথাপ্পা সেটা বোঝা যায় তারপরের দিনই। উথাপ্পা বলেন, “তারপরের দিন আমরা সকলে মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করছিলাম সেই সময় হঠাৎই শোয়েব আক্তার আমার কাছে আসেন এবং বলেন গত ম্যাচে তুমি এগিয়ে এসে আমাকে চার মেরেছিলে। তবে পরের ম্যাচে আর এমনটা না করাই ভালো। কারণ আমি জানিনা পরের ম্যাচে কি হতে চলেছে। হয়তো তোমার মাথা লক্ষ্য করে বিমার উড়ে আসতে পারে।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর