বাংলা হান্ট ডেস্ক: মনে আছে শোলের বিখ্যাত ডায়লগ, “হাম আপকে নমক খায়ে হ্যায় সর্দার”- হ্যাঁ এই বিখ্যাত উক্তি টি শোলের কালিয়ার। তাঁর সেই কথাটি আজও সবার মনে রয়ে গেছে। কিন্তু কালিয়া আজ আর আমাদের মাঝে নেই।
প্রয়াত হলেন ‘শোলে’ ছবির কালিয়া, তথা বিজু খোটে। সোমবার সকালে মাল্টিপল অরগ্যান ফেলিওর-এ মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। শোলের ‘কালিয়া’ ও আন্দাজ আপনা আপনার ‘রবার্ট’ এখনও গেঁথে রয়েছে দর্শকের মাথায়। তিন সঙ্গীর সঙ্গে গব্বর সিংয়ের ‘কিতনে আদমি থে’ ডায়লগের মধ্যেই রয়েছে কালিয়ার সেই কনফেশন- ‘হাম আপকে নমক খায়ে হ্যায় সর্দার’।
খোটের ভাইঝি অভনেত্রী ভাবনা বালসাভার সংবাদমাধ্যমে জানিয়েছেন, সোমবার সকাল ৬.৫৫ তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজু খোটে। বহুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শেষদিকে তাঁর অধিকাংশ অঙ্গই আর কাজ করছিল না। হাসপাতালে থেকে মারা যেতে যাননি। তাই সম্প্রতি তাঁকে আমরা হাসপাতাল থেকে ঘরে এনেছিলাম।
একসময়ে বলিউডে ঝড় তোলা ‘কালিয়া’ অভিনয় করেছেন আরও অনেক হিট ছবিতে। হিট ছবি কায়ামত সে কায়ামত তক, ভেন্টিলেটর ছাডা়ও মোট ৩০০ ছবিতে অভিনয় করেছেন খোটে।
সম্প্রতি এক সাক্ষতকারে খোটে বলেন, শোলের কালিয়া খুবই ছোট চরিত্র ছিল। এরপর বহু চরিত্র করেছি। কিন্তু তাদের নাম মনে করতে পারি না।