হিন্দু চিকিৎসককে গুলি করে খুন পাকিস্তানে! একমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় ঘটনা

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানে ফের সংখ্যালঘু নির্যাতন। হিন্দু ধর্মের মানুষদের উপর নানা অত্যাচার এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, হত্যার ঘটনার কথা মাঝেমধ্যেই শোনা যায় পাকিস্তানের নানা প্রান্ত থেকে। এবার এই বিদ্বেষের শিকার হলেন এক পাকিস্তানি (Pakistan) চিকিৎসক (Hindu Doctor Killed)। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় করাচিতে (Karachi) গুলি করে খুন করা হয়েছে ওই হিন্দু চিকিৎসককে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ওই চিকিৎসকের নাম বীরবল জেনানি। তিনি বহুদিন ধরেই এই পেশায় রয়েছেন। তিনি চক্ষু বিশেষজ্ঞ। এছাড়াও পাবলিক হেল্থের নানা কাজ করতেন। করাচিতে তাঁকে অনেকেই চেনেন। করাচির রামস্বামী এলাকায় অবস্থিত মেট্রোপলিটন কর্পোরেশনে রোজ বসতেন তিনি।

pakistan 2

জানা গেছে, গতকাল সন্ধ্যায় অন্যদিনের মতোই সেই ক্লিনিক থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই লিয়ারি এলাকার কাছে গুলি করে খুন করা হয় তাঁকে। পাক পুলিস সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতেই খুন হন তিনি। তবে এই ঘটনার পিছনে ধর্মীয় বিদ্বেষই দেখছে ওয়াকিবহাল মহল। হিন্দুদের ‘টার্গেট কিলিং’ সেখানে প্রায়ই ঘটে থাকে।

পুলিস আরও জানায়, বীরবল জেনানির সহকারী ছিলেন এক মহিলা ডাক্তার। গতকাল তাঁরা দু’জনেই ক্লিনিক বন্ধ করে রামস্বামী থেকে গুলশান-এ-ইকবালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গাড়িতে। লিয়ারি এক্সপ্রেসওয়ের গার্ডেন ইন্টারচেঞ্জ এলাকায় গাড়ি পৌঁছনোর পরই একদল আততায়ীরা তাঁদের গাড়িতে গুলি চালায়। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা খায় গাড়িটি। সিসিটিভি ফুটেজে সে দৃশ্য ধরা পড়ে।

ঘটনার খবর পেয়েই পুলিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত সহকারিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডক্টর জেনানি এবং তাঁর সহকারীকে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘো

Avatar
Sudipto

সম্পর্কিত খবর