ভরদুপুরে কলকাতার জিমে গুলি, থানার ২৮০ মিটার দূরেই দুষ্কৃতীদের দাপাদাপি, নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

Published on:

Published on:

Shootout at Kolkata Gym Sparks Panic on Mahalaya Day

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার মহালয়ার দিন শহর জুড়ে যখন উৎসবের আমেজ, সেই সময়েই খাস কলকাতায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা (Shootout at Kolkata)। ভরদুপুরে শহরের একটি জিমে ঢুকে গুলি চালাল দুষ্কৃতীরা। অভিযোগ, জিমের মালিককেই টার্গেট করা হয়েছিল। তবে ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতার চারু মার্কেট এলাকায়।

কলকাতায় এক জিমের ভিতরে ঢুকে গুলি | Shootout at Kolkata

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ হঠাৎই দু’জন যুবক রেইনকোট পরে ওই জিমে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা জিমে ঢুকে মালিকের খোঁজখবর নিতে থাকেন। এরপর আচমকাই শোনা যায় গুলির শব্দ (Shootout at Kolkata)। মুহূর্তের মধ্যেই দুইজন দুষ্কৃতী পরপর দুই রাউন্ড গুলি চালিয়ে বাইকে চেপে চম্পট দেয়।

জনবহুল আবাসনের তলায় অবস্থিত ওই জিমে সেই সময় জিমে অনেকে উপস্থিত ছিলেন। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। স্থানীয়রা জানিয়েছেন, দিনদুপুরে এমন ঘটনা ঘটায় তাঁদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

যে জিমে এই হামলা হয়েছে সেটা চারু মার্কেট থানার থেকে মাত্র ২৮০ মিটার দূরে। থানার এত কাছে একটি জিমে কিভাবে দুষ্কৃতীরা নির্বিঘ্নে অস্ত্র নিয়ে ঢুকে পড়ে এবং গুলি চালিয়ে বেরিয়েও যায়, তা নিয়ে উঠেছে প্রশ্ন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু ঘটনার দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনও হদিশ নেই অভিযুক্তদের। তদন্ত শুরু হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

Shootout at Kolkata Gym Sparks Panic on Mahalaya Day

আরও পড়ুনঃ কলকাতার ঘাটগুলোতে ‘নো-প্লাস্টিক জোন’ নির্দেশিকা জারি, পুজোর আগে সচেতনতার ডাক পোর্ট কর্তৃপক্ষের

দিনদুপুরে আবাসনের নিচে অবস্থিত একটি ব্যস্ত জিমে এভাবে গুলি চালানোয় (Shootout at Kolkata) প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে। কিভাবে পুলিশের চোখ এড়িয়ে অস্ত্র নিয়ে ঘোরা যায়, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া এত অস্ত্র কোথা থেকেই বা আসছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে এলাকার লোকজন।