সল্টলেকের পুলিশ ব্যারাকে শ্যুটআউট, এসআই কে লক্ষ্য করে গুলি ASI এর! ছড়াল আতঙ্ক

বাংলা হান্ট ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসে রক্তাক্ত পরিস্থিতি বাংলায়! নিউটাউনের (Newtown) টেকনো সিটি থানার পুলিশ (Techno City Police Station) ব্যারাকে শ্যুটআউট। এক সাব ইন্সপেক্টরকে (SI) লক্ষ্য করে গুলি চালানোর (Shootout) অভিযোগ উঠল থানার এএসআইয়ের (ASI) বিরুদ্ধে। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে টেকনোসিটি থানার ব্যারাকে।

সূত্রের খবর, আহত এক পুলিশ আধিকারিকের নাম কৌশিক ঘোষ। অন্যদিকে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত এএসআই অভিজিৎ ঘোষ। এদিনের ভয়াবহ ঘটনায় গুলিবিদ্ধ হন কৌশিক ঘোষ। পায়ে গুলি লাগে তাঁর। বর্তমানে তিঁনি বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। অন্যদিকে অভিযুক্ত এএসআই অভিজিৎ ঘোষকে জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর।

আরও কি জানা যাচ্ছে? সূত্রের খবর, বুধবার গভীর রাতে টেকনোসিটি থানার ব্যারাকে বসে গল্প আলাপ করছিলেন থানার পুলিশকর্তারা। এমন সময়ে হঠাৎই ডিউটি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা বেধে যায় তাঁদের মধ্যে। অভিযোগ, সেসময় আচমকাই এসআই কৌশিক ঘোষকে লক্ষ্য করে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালান এএসআই অভিজিৎ ঘোষ। তাতেই জখম হন এসআই।

shootout

জানা গিয়েছে, কিছুদিন ধরেই কর্মক্ষেত্রে নানা কারণ নিয়ে বিবাদ চলছিল তাঁদের মধ্যে। অভিযুক্ত এএসআই অভিজিৎ ঘোষ স্পেশ্য়াল টাস্ক ফোর্সের সদস্য ছিলেন বলে খবর। এদিকে ঘটনার সময়ে তাঁরা কেউই অন ডিউটি ছিলেন না বলে জানা গিয়েছে। অন ডিউটি না থাকা সত্ত্বেও কিকরে তাঁদের কাছে কীভাবে সার্ভিস রিভলবার ছিল এই নিয়েই উঠছে প্রশ্ন। চলছে তদন্ত। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর