হামলা করার আশায় লুকিয়েছিল জঙ্গিরা, খবর পেতেই অভিযান চালিয়ে দুজনকে নিকেশ করল সেনা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) শোপিয়ানে (Shopian) সেনা (Indian Army) আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার চলছে। সেনার সংযুক্ত দল দুই জঙ্গিকে নিকেশ করেছে। মৃত জঙ্গিদের এখনো সনাক্ত করা সম্ভব হয় নি। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।

জানিয়ে দিই, শোপিয়ানের কিলোরা গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনা। খবর পাওয়ার পর সেনার সংযুক্ত দল এলাকা ঘিরে ফেলে। জানা যায় জঙ্গিরা লুকিয়ে বড়সড় নাশকতা চালানোর প্ল্যান করছিল। কিন্তু সেনার সংযুক্ত অভিযানে সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। জঙ্গিরা নিজেদের ঘিরে ফেলা হয়েছে দেখে সেনার উপর গুলি চালানো শুরু করে দেয়। সেনার পাল্টা জবাবে নিকেশ হয় দুই জঙ্গি।

এনকাউন্টার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে দুই জঙ্গিকে নিকেশ করে সেনা। জম্মু কাশ্মীর পুলিশ দুই জঙ্গির মৃত্যুর খবরের কথা জানিয়েছে। আপাতত ওই দুই মৃত জঙ্গিকে সনাক্ত করা সম্ভব হয় নি। এখনো সেনার অপারেশন চলছে বলে জানা যাচ্ছে।

X