বাংলাহান্ট ডেস্ক: ভারতে জিএসটি ২.০ (GST) রিফর্ম সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ। দাম কমে যাওয়া এবং নবরাত্রির সুযোগে ছাড়ের কারণে দোকান ও শোরুমে ক্রেতাদের ভিড় জমেছে। প্রায় প্রতিটি সেগমেন্টে ভালো কেনাকাটা হয়েছে। বিশেষ করে এয়ার কন্ডিশনার এবং টেলিভিশন সেটের বিক্রিতে বড় উত্থান দেখা গেছে। যেহেতু রিফর্মের ফলে খাদ্য ও দৈনন্দিন ব্যবহারের অনেক জিনিসের দাম কমেছে, তাই নিকটবর্তী কিরানা স্টোরেও ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কিছু জায়গায় প্যাকেজড ফুড আইটেমের নতুন এমআরপি নিয়ে ক্রেতা ও দোকানদারের মধ্যে আলোচনা বা তর্কও লক্ষ্য করা গেছে।
জিএসটি (GST) উৎসবে মাতোয়ারা দেশ:
জিএসটি ২.০ (GST) রিফর্মের কারণে ফেস্টিভ সিজনে ভোক্তাদের খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। ই-কমার্স কোম্পানিগুলোর বার্ষিক আয়ের বড় অংশই এই সময়কালের বিক্রি থেকে আসে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই রিফর্মের ফলে ফেস্টিভ সিজনের সেলে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে, কারণ প্রিমিয়াম ক্যাটাগরির ইলেকট্রনিক্স আইটেমের চাহিদা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লিপকার্টের গ্রোথ ও মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট প্রতীক শেট্টি জানিয়েছেন, “আমরা জিএসটি রিফর্মকে এক বিপ্লবী পরিবর্তন হিসেবে দেখছি, যা ভোক্তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে এবং এই উৎসব মরশুমে সঠিক মূল্যে পণ্য সরবরাহ করবে।”
আরও পড়ুন: ৬০,০০০ টাকায় ব্যবসা শুরু! ২ বছরেই ৩০ কোটির টার্নওভার, চমকে দেবে তেলেঙ্গানার এই যুবকের কাহিনি
সোমবার, সপ্তাহের প্রথম কার্যদিবস হলেও অটোমোবাইল শোরুম থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। পূর্বের জিএসটি (GST) কাঠামোতে চারটি স্ল্যাব ছিল—৫%, ১২%, ১৮% এবং ২৮%, যা এখন দুইটি স্ল্যাবে—৫% ও ১৮%—সংক্ষিপ্ত করা হয়েছে। এর ফলে দৈনন্দিন ব্যবহারের প্রায় ৯৯% জিনিসপত্র সস্তা হয়ে গেছে, যা গ্রাহকদের জন্য বড় রিলিফ হিসেবে এসেছে।
জিএসটি (GST) রিফর্ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতারা শপিংয়ে নেমে পড়েছেন। ফ্লিপকার্ট ও অ্যামাজনে ফ্যাশন থেকে গৃহস্থালি পণ্য পর্যন্ত বিক্রিতে উত্থান দেখা গেছে। ফ্যাশন ব্র্যান্ড “স্নিচ” এর অর্ডারে ৪০% বৃদ্ধি হয়েছে, এবং “দ্য প্যান্ট প্রজেক্ট” এর বিক্রি পূর্ব বর্ষের তুলনায় ১৫-২০% বেড়েছে। “শ্যাডো ই-টেল” এর গৃহস্থালি প্রয়োজনীয় পণ্যের ট্রাফিকও ১৫১% বাড়েছে।
আরও পড়ুন:GST উৎসবের প্রথম দিনেই বাজিমাত অটো সেক্টরে! গাড়ি বিক্রির নয়া রেকর্ড মারুতি-হুন্ডাই-টাটার
টিভি নির্মাণকারী সুপার প্লাসট্রনিক্স প্রাইভেট লিমিটেডের সিইও অভিনীত সিং মারওয়া জানিয়েছেন, জিএসটি ২.০ (GST) কার্যকর হওয়ার প্রথম দিনেই বিক্রিতে ৩০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে ৪৩ ও ৫৫ ইঞ্চির টিভির বিক্রিতে এই দ্রুততা লক্ষ্য করা গেছে। এয়ার কন্ডিশনারও ভালো বিক্রি হয়েছে, স্প্লিট এসি-তে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় এবং প্রিমিয়াম টিভিতে ৮৫,০০০ টাকার কমতি হয়েছে।