Indian Railways: মাত্র দুই অক্ষর, ভারতের সবথেকে ছোট নামের রেল স্টেশন হল এটি! রয়েছে প্রতিবেশী রাজ্যে

বাংলাহান্ট ডেস্ক : ধনী থেকে দরিদ্র সব শ্রেণীর মানুষ রেলপথের উপর নির্ভরশীল। ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করে। আসলে, রেলপথে যাতায়াত করা খুবই সহজ এবং সস্তাও। ভারতে ব্রিটিশ রাজের সময় রেললাইন স্থাপিত হলেও স্বাধীনতার এত বছর পরও দেশের নাগরিকরা এর সুফল পাচ্ছেন। স্বাধীনতার পর রেলপথের ক্রমাগত সম্প্রসারণ হয়েছে। একই সাথে, প্রতিটি রেলস্টেশনের সাথে জড়িয়ে রয়েছে কিছু ইতিহাস।

দেশে এমন অনেক রেলওয়ে স্টেশন আছে, যাদের নাম বেশ অবাক করা, আবার কিছুর নাম বেশ মজারও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলওয়ে স্টেশনের নাম নিয়ে তৈরি হয়েছে মিম। এই স্টেশন গুলির নাম অনেক সময় শ্রুতিমধুরও হয় না।

আবার বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দারা দাবিও তুলেছেন সেই সব স্টেশনের নাম বদল করার জন্য। একই সাথে কোনো রেলওয়ে স্টেশনের নাম অনেক বড় এবং কোনো রেলওয়ে স্টেশনের নাম ছোটও হতে পারে। যদিও দেশের সবচেয়ে ছোট রেলস্টেশনের নাম কি জানেন?

jpg 20220930 141258 0000

আমরা যদি দেশের সবচেয়ে ছোট রেলস্টেশনের কথা বলি, তবে এর নামে মাত্র দুটি অক্ষর রয়েছে। এর নাম ‘আইবি’। Ib (IB) রেলওয়ে স্টেশন ওড়িশায় অবস্থিত। এই স্টেশনের নাম শুরু হলেই শেষ হয়ে যায়। ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে এটিই একমাত্র স্টেশন, যার নাম এত ছোট। এই জনপ্রিয় স্টেশনটির নাম ‘ইব’ নদী থেকে এসেছে, যা মহানদীর একটি উপনদী। বলা হয় এটি ভারতের একমাত্র রেলওয়ে স্টেশন যার নাম সবচেয়ে ছোট।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর