বাংলাহান্ট ডেস্ক : ব্রিটিশ আমলে ভারতীয় রেলের (Indian Railways) পথ চলা শুরু। সুপ্রাচীন ইতিহাস রয়েছে ভারতীয় রেল ব্যবস্থার। সময়ের সাথে ভারতীয় রেল আজ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোনায়। প্রধানত মালপত্র লুট করার কাজের জন্য ব্রিটিশরা ভারতীয় রেলের প্রচলন করে। এছাড়াও দার্জিলিং বা সিমলার মত জায়গাতে ঘুরতে যাওয়ার জন্যও বসানো হয় রেললাইন।
বলা বাহুল্য, ব্রিটিশ ভারতে শীতকালীন রাজধানী ছিল কলকাতা (Kolkata)। তবে গ্রীষ্মকালে সেটা হয়ে যেত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। হিমাচল প্রদেশের সিমলাতে একটি বিশ্ব বিখ্যাত টয় ট্রেন রয়েছে। এই টয়ট্রেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে। আজ আপনাদের এই ট্রেন লাইন সম্বন্ধেই জানাবো অবাক করে দেওয়া তথ্য। আজ আমরা আপনাকে সিমলার এই রেল মোটর সম্পর্কে বলবো।
আমরা কথা বলছি বিশ্বের সবথেকে ছোট রেল সম্পর্কে। এই রেলে মাত্র ১৫ জন যাত্রী একসাথে যাত্রা করতে পারেন। এই রেল মোটর চলে কালকা থেকে সিমলার মধ্যে। এই রেল সিমলা থেকে দুপুর ১২ টার সময় ছাড়ে এবং বিকাল ৫ টায় পৌঁছায় কালকা। গোটা যাত্রাপথে এই ছোট্ট রেল মোটরটি মাত্র একটি জায়গায় দাঁড়ায়। সেই জায়গাটি হল বরোগ।
এই ট্রেনের ভাড়া ৮০০ টাকার কাছাকাছি। অন্যান্য পরিবহন ব্যবস্থার থেকে এই ট্রেনের যাত্রা খরচ বেশ দামী। তবে যাত্রার সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই রেল মোটর ব্যবস্থার কোনও বিকল্প নেই। কালকা থেকে সিমলার দূরত্ব ৯৪ কিলোমিটার। এই গোটা পথ আপনি ঘুরতে পারবেন ছোট্ট একটি ট্রেনের মাধ্যমেই।