ছ্যাঁকা দিচ্ছে সোনা-রূপো, ধনতেরসে ঝাঁটা কিনবেন ভাবছেন? আদৌ তা শুভ তো?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আজ ধনতেরস (Dhanteras 2025)। হিন্দু ধর্মাবলম্বীদের কাছের এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকেই এদিন সোনা, রূপোর মতো মূল্যবান ধাতু কিনে থাকেন। তবে এ বছর সোনার দাম এমন জায়গায় পৌঁছেছে যে ধনতেরসে (Dhanteras 2025) সোনা রূপো কেনার সামর্থ্য নেই। তবে বর্তমানে অনেকেই নিত্য প্রয়োজনীয় গৃহস্থালীর জিনিস কিনে থাকেন ধনতেরসে। বিশেষ করে গত কয়েক বছরে ঝাঁটা কেনার বেশ ধুম দেখা দিয়েছে অনেকের মধ্যে।

ধনতেরসে (Dhanteras 2025) ঝাঁটা কিনলে কী হয়?

ধনতেরসে ঝাঁটা কিনলে কি আদৌ সুফল পাওয়া যায়? কিনলেও তা কোন সময় কেনা উচিত? বিশেষজ্ঞরা বলছেন, ধনতেরসের (Dhanteras 2025) দিন ঝাঁটা কেনার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। এদিন নতুন ঝাঁটা কেনা শুভ বলে মানা হয়। কারণ ঘর পরিস্কার করতে ঝাঁটা ব্যবহার হয়। আর মা লক্ষ্মীও পরিস্কার পরিচ্ছন্ন ঘরবাড়িই পছন্দ করেন। তাই এদিন ঝাঁটা কিনলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পাওয়া যায় বলে মানা হয়।

Should you buy broomstick on dhanteras 2025

কখন কেনা উচিত: ধনতেরসের (Dhanteras 2025) দিন ঝাঁটা কিনতে হবে দুপুর থেকে সূর্যাস্তের আগের সময় পর্যন্ত। এটাই শুভ সময়। তবে এদিন ভুল করেও সন্ধ্যাবেলায় ঝাঁটা কিনবেন না। ঝাঁটা কেনার সময় ভালো করে দেখে নিতে হবে যাতে তা কোনও দিক দিয়ে ভাঙা না হয়।

আরও পড়ুন : ১ কেজিরও বেশি ওজনের চওড়া পেটির ইলিশ উঠল জালে! শীত ঢোকার আগেই রূপোলি শষ্যে বাজার বোঝাই

পুরনো ঝাঁটা কখন ফেলবেন: অনেকে নতুন ঝাঁটা কিনে পুরনোটিকে ফেলে দেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, পুরনো ভাঙা ঝাঁটা যেখানে সেখানে ফেলে দেওয়া মোটেই ঠিক নয়। এতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। দীপাবলির আগে কখনোই পুরনো ঝাঁটা ফেলে দেওয়া উচিত নয়। পুরনো ঝাঁটা পুড়িয়ে ফেলাও ঠিক নয়। কাগজে মুড়িয়ে ফেলা উচিত পুরনো ঝাঁটা।

আরও পড়ুন : লাখের উপরে সোনার দর, ধনতেরাসের আগে হলুদ ধাতুর চাহিদা কেমন? চমকপ্রদ তথ্য দিলেন কারিগররা

বিশেষজ্ঞরা জানান, যেকোনো শনিবার, অমাবস্যার পরের দিন পুরনো ঝাঁটা ফেলা যেতে পারে। তবে কোনও বিশেষ তিথি পড়লে সেদিন ঝাঁটা ফেলা উচিত হবে না। সেক্ষেত্রে কালীপুজোর পরদিন অমাবস্যা ছেড়ে গেলে বাতিল ঝাঁটা ফেলে দেওয়া যেতে পারে।