নেপথ্যে ফের প্রাক্তনের কলকাঠি, স্বস্তিকার থেকে দূরে সরছেন শোভন!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শহর জুড়ে যেন বিচ্ছেদের মরশুম। টলিপাড়ায় যেভাবে একের পর এক প্রেম, বিয়ে ভাঙছে তাতে গানের লাইন বদলে যাওয়া অসম্ভব কিছু নয়। বিনোদুনিয়ায় সম্পর্কের বুনিয়াদ নাকি আলগা, একথা আবারো সত্যি করে গুঞ্জন রটল আরো এক জুটির ভাঙনের। স্বস্তিকা দত্ত (Swastika Dutta) এবং শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly), টলিপাড়ার এই জনপ্রিয় জুটির পথ নাকি আলাদা হয়ে যেতে বসেছে।

গুঞ্জন বলছে, শোভন স্বস্তিকার সম্পর্কে নাকি ‘ইল ইজ নট ওয়েল’। আর নেটিজেনরা এই ইঙ্গিত পেয়েছেন দুজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখে। দুজনের ঘন ঘন যুগল ছবি শেয়ার করা কমে গিয়েছে। বরং দুজনের অ্যাকাউন্টের পোস্ট, স্টোরিতে যেন মন খারাপের আবহ। ফাটলের নেপথ্যে কী কারণ?

shovan swastika

টলিপাড়ায় গুঞ্জন, শোভনের প্রাক্তন প্রেমিকা নাকি আবারো ফিরে এসেছেন তাঁর জীবনে। তিনিও একজন প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী। শোভন নাকি হঠাৎ করেই আবারো সেই প্রাক্তনের সঙ্গে দেখা সাক্ষাৎ শুরু করেছেন। আর তাতে সায়ও দিচ্ছেন সেই সঙ্গীতশিল্পী! এমনিতেই এই প্রাক্তনের সম্পর্কে টলিপাড়ায় কান পাতলে নানান কথা শোনা যায়। তার উপরে আবার এমন গুঞ্জন।

স্বস্তিকারও নাকি এই কারণেই মন ভেঙেছে। যদিও সূত্রের খবর, তিনি এখনি সম্পর্ক ভাঙার কথা ভাবছেন না। চর্চা চলতে থাকলেও বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেননি শোভন স্বস্তিকা কেউই। তবে তাঁদের পোস্টে মন ভাঙার ইঙ্গিত চিন্তার ভাঁজ ফেলেছে জুটির ভক্তদের কপালে।

swastika shovan

প্রসঙ্গত, জনপ্রিয় সঙ্গীতশিল্পীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর স্বস্তিকার প্রেমে পড়েন শোভন। অভিনেত্রী গায়কের জুটি বেশ জনপ্রিয় টলিপাড়ায়। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দুজনের মিষ্টি ছবি চোখে পড়ে নেটিজেনদের। তাঁদের অনুরাগীদের সংখ্যাও কম নয়। শোভন স্বস্তিকার সম্পর্কটা ঠিক থাকুক, এটাই চান সকলে।

X