বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের অন্দরে কি ফের সমীকরণ বদলাচ্ছে। এনকেডিএ-র চেয়ারম্য়ান হওয়ার পরই ফের আলোচনায় শোভন চট্টোপাধ্যায় (Shovon Chatterjee)। দার্জিলিঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই নতুন দায়িত্ব পেয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র। আর সেই নিয়োগের পরই বেহালায় দেখা গেল নতুন দৃশ্য। পোস্টারে ভরে গেল পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা।
বেহালায় শোভনের (Shovon Chatterjee) নামে পোস্টার
বেহালা নাগরিক মঞ্চের তরফে লাগানো হয়েছে পোস্টার। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানানো হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে (Shovon Chatterjee) এনকেডিএ চেয়ারম্যান করার জন্য। আর এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ ২৫ বছর ধরে বেহালা পশ্চিমের বিধায়ক। তবে এখন তিনি শিক্ষা দুর্নীতি মামলায় জেলে। যদিও শীঘ্রই তাঁর মুক্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু জেল থেকে বেরোলেও কি তিনি আবার এই কেন্দ্র থেকে টিকিট পাবেন? দলের অন্দরে এখন সেই নিয়েই গুঞ্জন। একাংশের মতে, পার্থর বদলে শোভনকেই (Shovon Chatterjee) এবার বেহালা পশ্চিমের মুখ করতে পারে তৃণমূল।
দলের মুখপাত্র কী বলছেন?
তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “প্রার্থী কে হবেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। যেখানে পোস্টার পড়েছে, অর্থাৎ ১৩০ ও ১৩১ নম্বর ওয়ার্ডে, ওই ১৩১ নম্বর ওয়ার্ডেই শোভনদার আদি বাড়ি। এখান থেকেই উনি কাউন্সিলর হয়েছেন, মেয়র হয়েছেন, এখানকার মানুষের সঙ্গে ওঁর গভীর সম্পর্ক আছে।”
বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক তথা শোভনের (Shovon Chatterjee) স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বলেন, “উনি দলে ফিরেছেন, এমনটা নয়। শুনেছি পোস্টার লাগানো হয়েছে, হয়তো শুভাকাঙ্ক্ষীরা করেছেন। তবে শোভনের কামব্যাক নিয়ে বেহালায় এখনই তেমন উত্তেজনা নেই। এনকেডিএ-র চেয়ারম্য়ান পদে তাঁকে নিয়োগ করা ভালো সিদ্ধান্ত। উনি যদি দলে ফেরেন, আমি স্বাগত জানাব।”
আরও পড়ুনঃ ক্লাবকে বাঁচাতে শমীক ভট্টাচার্যের দ্বারস্থ মহমেডান সমর্থকরা, কি বললেন কর্তৃপক্ষ?
বেহালার বিজেপি নেতা সজল ঘোষ অবশ্য বললেন, “এই পোস্টার, চেয়ারম্য়ান পদ, এসব শোভনের নয়, বৈশাখীদির জয়।” তিনি বলেন, “শোভনের (Shovon Chatterjee) নামে যতই পোস্টার লাগুক, আসল প্রভাব আসছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই।”