আরিয়ানের পর আরো এক স্টারকিড, মাদক পার্টি করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়লেন শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে ফের মাদক কাণ্ডের (Drugs Party) ছায়া। হাতে নাতে ধরা পড়লেন শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) ভাই সিদ্ধান্ত কাপুর (Siddhanth Kapoor)। রবিবার বেঙ্গালুরু পুলিস আটক করেছে তাঁকে। একটি পার্টিতে মাদক সেবন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সিদ্ধান্ত সহ আরো ছয় জনকে ওই পার্টি থেকে আটক করেছে পুলিস।

রবিবার রাতে এম জি রোডের একটি হোটেলে আচমকা হানা দেয় বেঙ্গালুরু পুলিস। সেখানে তখন চলছিল উদ্দাম পার্টি। ওই পার্টিতেই ছিলেন সিদ্ধান্ত। মাদক সেবন করা হয়েছে সন্দেহ করে পার্টিতে উপস্থিত ৩৫ জনের নমুনা পরীক্ষা করতে দিয়েছিল পুলিস। সিদ্ধান্ত সহ ছয় জনের নমুনা পজিটিভ এসেছে বলে খবর। তারপরেই আটক করা হয় তাঁদের।


যদিও এটা নিশ্চিত ভাবে জানা যায়নি যে ওই ছয় জন আগে থেকেই মাদক সেবন করে ছিলেন নাকি ওই পার্টিতে এসে করেছিলেন। উল্লেখ‍্য, দু বছর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর মাদক কাণ্ডে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর জেরার মুখে পড়েছিলেন সিদ্ধান্তের দিদি শ্রদ্ধা কাপুর। তবে তিনি যে মাদক সেবন করতেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এবার সিদ্ধান্তের আটক হওয়ার ঘটনা অস্বস্তিতে ফেলেছে কাপুর পরিবারকে।

বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর। শ্রদ্ধার মতো জনপ্রিয় না হলেও বেশ কিছু ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। শুটআউট অ্যাট ওয়াডালা, আগলি, চেহরে, হাসিনা পারকার এর মতো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ভাগম ভাগ, চুপ চুপ কে, ঢোল, ভুলভুলাইয়া ছবিতে সহ পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি। শেষ বার ‘ভাউকাল’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সিদ্ধান্ত কাপুরকে।

জানা যাচ্ছে, আপাতত পুলিস কাস্টডিতে রাখা হয়েছে সিদ্ধান্তকে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে বলে খবর। তবে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব‍্য করেননি শক্তি কাপুর বা শ্রদ্ধা কাপুর।

সম্পর্কিত খবর

X