যে চলে যাওয়ার সে ঠিকই যাবে, দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে প্রথমবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শ্রীমা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ার জনপ্রিয় জুটিদের মধ‍্যে অন‍্যতম ছিলেন গৌরব রায়চৌধুরী (gourab roy chowdhury) এবং শ্রীমা ভট্টাচার্য (shreema bhattacharjee)। সম্পর্ক লুকিয়ে রাখার দলে ছিলেন না তাঁরা। বরং ‘বেশ করেছি প্রেম করেছি’ গোছের ভাব নিয়ে চলতেন। সোশ‍্যাল মিডিয়া ভর্তি ছিল দুজনের কাপল ফটোতে। কিন্তু গত বছর পুজোর সময়েই হয় ছন্দপতন। ভেঙে যায় শ্রীমা গৌরবের সম্পর্ক। অনেকদিন আগেই বিষয়টা প্রকাশ‍্যে আনলেও ক‍্যামেরার সামনে কখনো এই বিষয়ে কথা বলতে দেখা যায়নি অভিনেত্রীকে।

শেষমেষ দিদি নাম্বার ওয়ানে এসেই মনের কথা খুলে বললেন শ্রীমা। এক সময় এই শো তে এসেই তিনি স্বীকার করেছিলেন মনের মানুষের অস্তিত্বের কথা। আজ সেসবই অতীত। রচনা বন্দ‍্যোপাধ‍্যায়ের প্রশ্নের উত্তরে শ্রীমা বলেন তিনি একটা জিনিস বুঝেছেন, জীবনে যার থাকার সে থেকে যাবে। যার থাকার না তাকে শত চেষ্টা করেও আটকে রাখা যাবে না। তাই ওটা নিয়ে আর ভাবেন না তিনি।

রচনা বলেন, শ্রীমার আশেপাশে বহু মানুষ আছে যারা তাঁকে ভালবাসেন। কেউ একজন চলে গেলে তাতে কী বা যায় আসে। তাঁর কথায় সায় দিয়ে শ্রীমা বলেন, অনেকদিন হয়ে গিয়েছে সেই ঘটনার। এখন অনেকটাই সামলে উঠেছেন তিনি। নতুন নতুন কাজ করছেন, পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন।

নিজের লুকও তিনি চেঞ্জ করেছেন বলে জানান শ্রীমা। চুলের আগায় নীল রঙ করেছেন। অবশ‍্য এই ঝুঁকি নেওয়ার জন‍্য বাড়িতে আরেকটু হলে ত‍্যাজ‍্যকন‍্যা হয়ে যেতে হচ্ছিল তাঁকে। তবে অনেকদিন পর মেয়েকে খুশি দেখে তাঁর মাও খুশি বলে জানান অভিনেত্রী।

https://www.instagram.com/p/CThhNBtpgKm/?utm_medium=copy_link

 

নয় নয় করে কম দিন হল না ইন্ডাস্ট্রিতে রয়েছেন শ্রীমা। প্রথমে শিব ঠাকুরের একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। সেই থেকে তাঁর ইমেজটাই পরিবর্তন হয়ে গিয়েছে বলে দাবি শ্রীমার। শর্ট স্কার্ট পরতে গেলে নিজের মন খচখচ করে। সেই কারণে চুলে রঙ করে লুক বদলানোরও চেষ্টা করছেন। তাতে অবশ‍্য লাভ খুব একটা হয়নি। কারণ রচনা এবং অভিনেত্রী ঋতজা মজুমদারের মতে, শ্রীমার মুখে বেশ দেবী দেবী ভাব আছে। তাই তাঁকে শাড়িতেই বেশি মানায়।

সম্পর্কিত খবর

X