পাকিস্তান থেকে মাত্র ৪০ কিমি দূরে শক্তি প্রদর্শন ভারতের, হাইওয়েতে ল্যান্ড করল যুদ্ধবিমান

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি রাজস্থানের বাড়মেরের গন্ধব-বাখাসর খণ্ড ন্যাশানাল হাইওয়ে-৯২৫ এ তৈরি হওয়া এমারজেন্সি ল্যান্ডিং ফিল্ডের উদ্বোধন করলেন বৃহস্পতিবার। এরপর ভারতয় বায়ুসেনা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় শক্তি প্রদর্শন করে আর হাইওয়েতে যুদ্ধবিমান ল্যান্ডিং করে। পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ৪০ কিমি দূরে ভারতীয় বায়ুসেনার শুখোই আর জ্যাগুয়ার যুদ্ধবিমান নিজের ক্ষমতা প্রদর্শন করে।

কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বায়ুসেনার স্পেশ্যাল বিমানের মাধ্যমে উদ্বোধন স্থলে পৌঁছেছিলেন। ওই বিমানের ল্যান্ডিংও নতুন উদ্বোধন করার এয়ার স্ট্রিপে হয়েছিল। এনএইচ-৯২৫ ভারতের প্রথম রাষ্ট্রীয় রাজমার্গ যেটা ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানগুলিকে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য ব্যবহার করা হবে।

এছাড়াও, জরুরি পরিস্থিতি হোক বা ত্রাণ বিলি, কিংবা উদ্ধারকার্যের জন্য ন্যাশানাল হাইওয়েতে বিমান অবতরণের জন্য দেশের বিভিন্ন জায়গায় এয়ার স্ট্রিপে রূপান্তরের কাজ শুরু হয়ে গেছে। ২৮ টি এমন স্থান রয়েছে, যেখানে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সকল এয়ার স্ট্রিপ এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে করে বড় বড় যুদ্ধ বিমান থেকে শুরু করে জরুরি প্রয়োজনে বিমানও অবতরণ করানো যায়।

এই ধরনের এয়ার স্ট্রিপ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে তৈরি করা হছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীরের হাইওয়েতেও এই কাজ চলছে। জাতীয় মহাসড়কের উপর এইরকম ৪ টি এয়ার স্ট্রিপ তৈরির জন্য টেন্ডার জারি করা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর