ভারতের চার নম্বর পজিশন নিয়ে মাথাব্যথা শেষ, ব্যাট হাতে চার নম্বরে দারুন সফল শ্রেয়স আইয়ার।

গতকাল ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ছিল অকল্যান্ডের ইডেন পার্কে ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের সামনে 204 রানের বিশাল টার্গেট খাড়া করে নিউজিল্যান্ড দল। জবাবে ব্যাট করতে নেমে অনায়াসেই সেই রান করে দেয় ভারতীয় দল। তাও আবার ছয় বল বাকি থাকতে হাতে ছয় উইকেট রেখে।

এরপরে ভারতীয় দল সম্পর্কে দুটি বিশেষ ধারণা পেয়ে গেল ক্রিকেটপ্রেমীরা। প্রথমটি হল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত একজন ভালো উইকেট রক্ষক ব্যাটসম্যান পেয়ে গিয়েছে তিনি হলেন কে এল রাহুল। অপরদিকে দীর্ঘদিন ধরে ভারতীয় দল যে চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে চিন্তাভাবনা করছিলেন একের পর এক ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখে নিচ্ছিলেন এবার ভারতের সেই চিন্তা শেষ। কারন চার নম্বর পজিশনে ব্যাট হাতে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে প্রায় প্রত্যেক ম্যাচে আশ্বস্ত করে চলেছেন শ্রেয়স আইয়ার।

এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে রান তাড়া করে ম্যাচ জেতার ক্ষেত্রে সবথেকে সফল দল হচ্ছে ভারতীয় দল। ফের তার প্রমাণ পাওয়া গেল, এইদিন টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, এর ফলে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ব্যাটিং করতে এসে শুরু থেকেই আক্রমনাত্মক মেজাজে পাওয়া যায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। নির্ধারিত কুড়ি ওভারে 5 উইকেট হারিয়ে 203 রান করে নিউজিল্যান্ড দল, এরপর অনেকেই ভেবেছিল এই ম্যাচ হয়তো অনায়াসে জিতে নেবে নিউজিল্যান্ড।

IMG 20200125 093101

কিন্তু ব্যাটিং করতে নেমে শুরুতে রোহিত শর্মাকে হারিয়ে ভারত কিছুটা চাপে পড়ে গেলেও খুব বেশিক্ষণ ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখতে পারেনি নিউজিল্যান্ডের বোলাররা। অধিনায়ক বিরাট কোহলি এবং কে এল রাহুলের 50 বলে 99 রান ভারতকে প্রায় জয় এনে দিয়েছিল। কিন্তু পরপর দু’ওভারে দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপ বাড়ে ভারতীয় দলে। সেই সময় ব্যাট হাতে নামেন শ্রেয়স আইয়ার। 29 বলে 50 রান করে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন আইয়ার। এইদিন ম্যাচের সেরাও হয়েছেন তিনি। তারপরেই ক্রিকেট বিশেষজ্ঞরা শ্রেয়স আইয়ারের এই ইনিংসকে ব্যাখ্যা করে বলেছেন এবার ভারতীয় দল চার নম্বরে ব্যাটিং করার জন্য একজন যোগ্য ব্যাটসম্যান পেয়ে গিয়েছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর