গুরুকে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন শিষ্যা! লতা মঙ্গেশকরকে হারিয়ে নতুন রেকর্ড শ্রেয়ার ঝুলিতে

বাংলা হান্ট ডেস্ক : ভারতের কিছু সুগায়িকার নাম জিজ্ঞেস করলে সকলের মাথাতেই যে নামটা আগে আসবে তা হল শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বাঙলার এই মেয়ের প্রশংসায় পঞ্চমুখ গোটা দুনিয়া। দীর্ঘ কেরিয়ারে একাধিক পুরস্কারে ভূষিত করা হয়েছে তাকে। জাতীয় পুরস্কারও পেয়েছেন বহুবার। ব্যতিক্রম হলনা এই বছরটাও। চলতি বছর ৬৯ তম অ্যাওয়ার্ড শো-তে আবারও একবার সেরার সেরা সম্মাননা ছিনিয়ে নিলেন তিনি।

আর এই পুরস্কার গ্রহণের সাথে সাথেই শ্রেয়া ঘোষাল ভেঙে দিলেন লতা মঙ্গেশকরের রেকর্ড। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর ‘ইরাভিন নিজহল’ সিনেমাতে ‘মায়াবা ছায়াভা’ গানটির জন্য সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন শ্রেয়া। আর তারপর থেকে গোটা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রয়েছেন তিনি। বিশেষ করে গায়িকার অনুরাগীদের মধ্যে তো আলাদাই উচ্ছাস।

শ্রেয়ার কেরিয়ার শুরু হয় সাল ২০০০-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেবদাস’র হাত ধরে। এই ছবিতে প্রথমবার প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এমনকি যে কোনও শিল্পীর স্বপ্ন থাকে একটা হলেও জাতীয় পুরস্কার পাওয়া। প্রথম ডেবিউতেই ‘বেইরি পিয়া’ (Bairi Piya) গানটির সৌজন্যে সেই পুরস্কার জিতে নেন শ্রেয়া। যা এককথায় অভাবনীয়।

আরও পড়ুন : TRP তলানিতে, রাতারাতি সিরিয়াল ছাড়লেন স্টার জলসার এই নায়িকা! মন খারাপ ভক্তদের

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই বাঙালি গায়িকাকে। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু সহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। এমনকি টানা ৫ বার জাতীয় পুরস্কার পাওয়ার রেকর্ড-ও গড়ে ফেলেছেন। ‘বেইরি পিয়া’র পর ‘পেহেলি’ সিনেমার ‘ধীরে জ্বলনা’, ‘জব উই মেট’ সিনেমার ‘ইয়ে ইশক হায়ে’ এর জন্য জাতীয় পুরস্কার পান। এরপর তার হাতে জাতীয় পুরস্কার ওঠে ২০১০ সালের ‘অন্তহীন’ -এর ফেরারি মন ও মারাঠি ছবি ‘জোগভা’র ‘জিব দংলা’র জন্য।

আরও পড়ুন : ছেলের জন্মদিনে গোটা চিড়িয়াখানাটাই ঘরে উঠিয়ে আনলেন নুসরাত! কান্ড দেখে ‘থ’ ভক্তরা

whatsapp image 2020 08 06 at 6.54.53 am

এরপর মাঝে ১৩ বছরের বিরতি। এবং ১৩ বছর ২০২৩ সালে আবারও তার হাতে উঠলো জাতীয় পুরস্কার। আর তার সাথে ভারতবর্ষে সবথেকে বেশিবার জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা হিসেবে রেকর্ড গড়ে ফেললেন। এর আগে লতা মঙ্গেশকর ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। আশা ভোঁসলে পেয়েছেন ২ বার। এছাড়াও অলকা ইয়াগ্নিকও ২ বার জাতীয় পুরস্কার জিতেছিলেন। এত কিংবদন্তি শিল্পীদের মাঝে শ্রেয়ার এই প্রাপ্তি যে সত্যিই প্রশংসনীয় তা আর বলার অপেক্ষা রাখে না।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর