বাংলাহান্ট ডেস্ক: বছরের শুরুতেই দারুন খবর দিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বিয়ের সানাই বেজে গিয়েছে সঙ্গীতশিল্পীর পরিবারে। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁর ভাই সৌম্যদীপ ঘোষাল। চলতি মরশুমে এটাই বলিউডের প্রথম বিয়ে। ভাই সৌম্য ও ‘বৌমা’ রোশনির একগুচ্ছ ছবি শেয়ার করে আবেগপূর্ণ বার্তা দিয়েছেন শ্রেয়া।
প্রি ওয়েডিং এবং বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে শ্রেয়া লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না, আমার ছোট্ট ভাইটা বিয়ে করে নিল!’ ‘টু স্টেট ওয়েডিং’ বলে মন্তব্য করে শ্রেয়া লেখেন, দুটি মনের সঙ্গে সঙ্গে দুটি সংষ্কৃতিও মিলে গিয়েছে এই বিয়েতে।
আসলে রোশনি দক্ষিণ ভারতীয়। সৌম্য এবং রোশনির বিয়ে হয়েওছে দুই রীতি মেনেই। দক্ষিণ ভারতীয় এবং খাঁটি বাঙালি রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েছেন দুজনে। জানা যাচ্ছে, গোয়ায় বসেছিল তাঁদের বিয়ের আসর। দক্ষিণী রীতির জন্য সোনালি শাড়ি ব্লাউজ এবং ট্র্যাডিশনাল গয়নায় সেজেছিলেন রোশনি। সৌম্যকেও দেখা গেল ঘিয়ে রঙের শেরওয়ানিতে।
আর বাঙালি বিয়েতে লাল বেনারসী, গয়না, মুকুট পরেই সেজেছিলেন রোশনি। আবেগঘন শ্রেয়া লিখেছেন, ‘ভাই তুমি খুশি থেকো। বৌ মা, আমি তোমাকে চিরদিন ভালবেসেছি, তুমি সেটা জানো।’ কমেন্ট বক্সে নবদম্পতি তথা শ্রেয়ার গোটা পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন কৌশিকী চক্রবর্তী, হর্ষদীপ কউরের মতো সঙ্গীতশিল্পীরা।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন শ্রেয়া। নিজের ও পরিবারের ছবি ছাড়াও প্রায়ই তাঁর গানের ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। বলিউডে প্রথম সারির গায়িকাদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষালষাল। রিয়েলিটি শো থেকে তাঁর যাত্রা শুরু। তারপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট গান তিনি উপহার দিয়ে গিয়েছেন সঙ্গীত প্রিয় মানুষদের।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার