বাংলাহান্ট ডেস্ক: টুইটারের সহ প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সিইও জ্যাক ডরসিকে সরিয়ে নতুন সিইওর আসনে বসেছেন পরাগ আগরওয়াল (parag agrawal)। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক পরাগের এই সাফল্যে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাসের বান ডেকেছে এদেশে। সোমবার এ খবর প্রকাশ্যে আসতেই পরাগকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা।
এই তালিকায় ছিলেন শ্রেয়া ঘোষালও (shreya ghoshal)। টুইটে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘শুভেচ্ছা পরাগ, তোমার জন্য খুব গর্বিত! আমাদের জন্য বড় দিন, খবরটাকে উদযাপন করছি।’ কিন্তু এই খবর এবং শ্রেয়ার শুভেচ্ছা বার্তা ভাইরাল হতেই গায়িকার পুরনো টুইটগুলি খুঁজে খুঁজে বের করছেন নেটিজেনরা। যেখানে পরাগ ও শ্রেয়াকে একে অপরের সঙ্গে টুইট চালাচালি করতে দেখা গিয়েছে।
ব্যাপারটা কী? আসলে বহু বছর আগে একটি টুইটে শ্রেয়া জানিয়েছিলেন, পরাগ তাঁর ছোটবেলার বন্ধু। নিজের অনুরাগীদের আবেদন করেছিলেন পরাগকে ফলো করতে। সেই টুইটই এখন ফের ভাইরাল হয়েছে নেটনাগরিকদের দৌলতে। বিষয়টা নিয়ে চর্চা তুঙ্গে উঠতেই মুখ খোলেন শ্রেয়া।
যে টুইটগুলি ভাইরাল হচ্ছে তা প্রায় দশ এগারো বছর আগেকার। ব্যাপারটা খোলসা করে নতুন একটি টুইটে শ্রেয়া লেখেন, ‘আরে ইয়ার তোমরা কত ছোটবেলার টুইট খুঁজে বের করছ! দশ বছর আগে টুইটার তখন সবে শুরু হয়েছে! বন্ধুরা একে অপরকে টুইট করে না নাকি? কী টাইম পাস চলছে এটা?’
Arre yaar tum log kitna bachpan ka tweets nikaal rahe ho! 😂 Twitter had just launched. 10 years pehle! We were kids! Dost ek dusre ko tweet nahi karte kya? Kya time pass chal raha hai yeh 😆
— Shreya Ghoshal (@shreyaghoshal) November 30, 2021
আসলে শ্রেয়া ও পরাগ বহুদিন ধরে একে অপরকে চেনেন। গায়িকার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের বন্ধু পরাগ। ২০১০ এ একটি টুইটে পরাগকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শ্রেয়া লিখেছিলেন, ‘আরেকজন ছোটবেলার বন্ধুকে খুঁজে পেলাম!’ পরাগকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনুরাগীদের তিনি আবেদন করেছিলেন তাঁকে ফলো করতে। পালটা উত্তরও দিয়েছিলেন পরাগ।
@shreyaghoshal Aila. You are influential. Followers and twitter messages flooding in.
— Parag Agrawal (@paraga) May 23, 2010
শ্রেয়ার পাশাপাশি অনুপম খের ও সোনম কাপুররাও স্বাগত জানিয়েছেন পরাগকে। বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, ‘টুইটারের নতুন সিইও হলেন আমাদের হিন্দুস্তানি ভাই, পরাগ আগরওয়াল। যা কিছু হতে পারে!’ সোনম টূইটারের প্রাক্তন সিইও জ্যাকের টুইটটিই রিটুইট করে তাঁর ইস্তফার কথা জানিয়েছেন সকলকে।