কোলে ১১ দিনের সদ‍্যোজাত, প্রথম বারের জন‍্য ছেলের ছবি ও নাম প্রকাশ‍্যে আনলেন শ্রেয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য সদ‍্য মাতৃত্বের আস্বাদ পেয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল (shreya ghoshal)। বিয়ের ৬ বছর পর মা হলেন শ্রেয়া। গত ২২ মার্চ তাঁর কোল জুড়ে এসেছে পুত্রসন্তান‍। সন্তান জন্মের পরেই সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সুখবর জানিয়েছিলেন গায়িকা। এবার ১১ দিনের মাথায় ছেলের প্রথম ছবি ও নাম প্রকাশ‍্যে আনলেন তিনি।

সদ‍্যোজাত ছেলেকে কোলে নিয়ে ও স্বামী শিলাদিত‍্য মুখোপাধ‍্যায়কে পাশে নিয়ে ক‍্যামেরাবন্দি হলেন শ্রেয়া। ছেলের নাম রেখেছেন দেবযান মুখোপাধ‍্যায় (devyaan mukhopadhyaya)। এখনো সদ‍্যোজাতর মুখ না দেখালেও তার ছোট্ট ছোট্ট হাত পা, মাথা ভরা চুল সবই দৃশ‍্যমান। ক‍্যাপশনে শ্রেয়া লিখেছেন, ‘২২ মে ও এলো আর আমাদের জীবনটা চিরদিনের জন‍্য বদলে দিল। জন্মের পরেই ওর প্রথম চাউনিতেই আমাদের হৃদয়ে এত ভালবাসা ভরে দিয়েছিল যা শুধুমাত্র একজন মা ও বাবাই বুঝতে পারে। এখনো স্বপ্ন মনে হয়। আমি ও শিলাদিত‍্য কৃতজ্ঞ এই উপহারের জন‍্য।’


সন্তান জন্মের সুখবর সোশ‍্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন তিনি অনুরাগীদের। কঠিন পরিস্থিতিতে এমন খুশির খবরে আনন্দিত গায়িকার অসংখ‍্য ভক্তরা। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শ্রেয়া লেখেন, ‘ঈশ্বর আমাদের পুত্রসন্তান উপহার দিয়েছেন। এমন অনুভূতি আগে কখনো হয়নি। শিলাদিত‍্য, আমি ও আমাদের পরিবার উচ্ছ্বসিত। আপনাদের আশীর্বাদ ও প্রার্থনার জন‍্য অনেক ধন‍্যবাদ।’

https://www.instagram.com/p/CPm_D3TA1H7/?utm_medium=copy_link

মার্চ মাসের শুরুতেই সুখবর দিয়েছিলেন শ্রেয়া। নিজের বেবি বাম্পে হাত দিয়ে একটি ছবি শেয়ার করেন শ্রেয়া। ভাবী সন্তানকে ‘শ্রেয়াদিত‍্য’ বলে সম্বোধন করে গায়িকা লেখেন, ‘শিলাদিত‍্য ও আমি এই খবরটা সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে রোমাঞ্চিত। আমাদের জীবনের নতুন অধ‍্যায়ের প্রস্তুতির জন‍্য সকলের প্রার্থনা ও ভালোবাসা চাই।’

ছোটবেলার বন্ধু শিলাদিত‍্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রেয়া ঘোষাল। বিয়ের ৬ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন গায়িকা।
অনলাইনেই সাধও খেয়েছেন শ্রেয়া। শ্রেয়ার কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবী নিজেরা রেঁধে খাইয়েছেন গায়িকাকে। তবে সামনাসামনি বসে নয়, করোনার জন‍্য বান্ধবীদের ভিডিও কল করেই সাধ খান শ্রেয়া। পাঁচ রকম ভাজা, বাসন্তী পোলাও, মাছ, মাংস, চাটনিতে ছিল এলাহি আয়োজন।

X