এত বড় তারকা হয়েও ভোলেননি নিজের সংস্কৃতি! বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলায় গান গাইলেন শ্রেয়া

বাংলা হান্ট ডেস্ক: বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র হলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বাংলার পাশাপাশি দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) অগণিত ভক্ত। আট থেকে আশি সকলেই মন্ত্রমুগ্ধের মতো শোনেন শ্রেয়া ঘোষালের গান। সংগীত প্রেমীদের বিশ্বাস স্বয়ং দেবী সরস্বতীর বাস তাঁর কন্ঠে।

শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) গান গাওয়ার একটি ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শ্রেয়া ঘোষালের গান গাওয়ার একটি ভিডিও। আসলে সম্প্রতি শিকাগোর NABC ২০২৪-এর মিউজিক কনসার্টে হাজির হয়েছিলেন বাংলার একাধিক গুণী সংগীত শিল্পী। তাঁদের মধ্যেই অন্যতম মধ্যমণি হয়ে ছিলেন সকলের প্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য তারকারা হিন্দি গান শোনালেও এদিন শ্রেয়া ঘোষালের গলায় শোনা গিয়েছে শুধুই বাংলা গান।

   

আরও পড়ুন: অভিনয় থেকে দূরে কীভাবে দিন কাটাচ্ছেন বিপ্লব চট্টোপাধ্যায়? আবার কবে দেখা যাবে বাংলা সিনেমায়

বিদেশের মাটিতে দাঁড়িয়ে এদিন শ্রেয়ার গলায় স্বর্ণযুগের বাংলা শুনে রীতিমতো গায়ে কাঁটা দিয়েছে উপস্থিত শ্রোতাদের। প্রসঙ্গত এদিনের ওই অনুষ্ঠানে বাংলা থেকেও  উপস্থিত ছিলেন আরও অন্যান্য তারকারা হিন্দি গান বেছে নিলেও এ দিন শ্রেয়াই একমাত্র বাংলা গান গেয়ে শোনান সবাইকে। যা শুনে প্রশংসায় পঞ্চমুখ সকলেই ।

এদিন শ্রেয়া একজন প্রকৃত গর্বিত বাঙালির মতোই বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলা গান গেয়ে উজ্জ্বল করেছেন বাংলার মুখ। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে  সোশ্যাল মিডিয়ায়। এদিনের এই ভাইরাল ভিডিওতে শ্রেয়ার গলায় শোনা যাচ্ছে স্বর্ণযুগের জনপ্রিয় বাংলা গান ‘ঘুম ঘুম চাঁদ’।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর