অভিনব রেকর্ড শ্রেয়স আইয়ারের! কোহলি, রোহিতকে পেছনে ফেলে দিয়েছে তার ঈর্ষণীয় পরিসংখ্যান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বছরে ভারতের মাটিতেই আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। তার আগে দেশের মাটিতে একাধিক ওডিআই সিরিজ খেলবে রোহিত শর্মার ভারত। শেষবার ভারত ওডিআই বিশ্বকাপ আয়োজন করেছিল ১২ বছর আগে ২০১১ বিশ্বকাপে। তবে সেবার ভারত একা নয়, শ্রীলঙ্কা ও বাংলাদেশও সেইবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিল।

তবে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ভারতের একার। শেষ ৩টি ওডিআই বিশ্বকাপে আয়োজক দল বিশ্বকাপ ঘরে তুলেছিল। ২০১১-তে মহেন্দ্র সিংহ ধোনির ভারত, ২০১৫-তে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া এবং ২০১৯-এ ইয়ন মরগ্যানের ইংল্যান্ড নিজেদের দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছে। আর সেই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এইবছর রোহিত শর্মার হাতেই উঠতে চলেছে ওডিআই বিশ্বকাপ।

আর এই অভিযানে রোহিত শর্মার হাতের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে শ্রেয়স আইয়ার। গত একবছর ধরে ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের হয়ে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করে আসছেন তিনি। তিনি হয়তো টি-টোয়েন্টি দলে ধারাবাহিক নন বা টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাননি তবে এই ফরম্যাটে ভারতীয় মিডল অর্ডারের স্তম্ভ হয়ে উঠেছেন শ্রেয়স।

shreyas iyer 80

শ্রেয়স আইয়ার গতকাল থেকে আরেকবার ভারতীয় দলের হয়ে ওডিআই ফরম্যাটে মাঠে নামবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে তাকে নিয়ে একটি অভিনব পরিসংখ্যান সকলের সামনে উঠে এসেছে। ২০১৯ বিশ্বকাপের পর থেকে ওডিআই ফরম্যাটে ভারতীয়দের মধ্যে রানসংগ্রাহক হিসাবে সবচেয়ে এগিয়ে শ্রেয়স। পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ানের মতো তারকাদেরকে।

শুধু ভারতীয়দের মধ্যে নয় গোটা বিশ্বের সকল ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রেয়স আইয়ার। নিকোলাস পুরান (১৭৮৭) এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজম (১৪৫১) শুধুমাত্র তার থেকে এগিয়ে রয়েছেন এই পরিসংখ্যানে। শ্রেয়স আইয়ার এই চার বছর সময়ের মধ্যে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়ে ৩০ ইনিংসে ১৩২৭ রান করেছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর