এদের আর দিতে হবে না “ইনকাম ট্যাক্স”, বাজেটের আগে বড় ঘোষণা সরকারের

বাংলা হান্ট ডেস্ক: ২০২৩ সালের বাজেট পেশের আর মাত্র কয়েকদিন বাকি। এমতাবস্থায়, আয়করে (Income Tax) ছাড়ের দাবি নিয়ে ফের একবার আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি, সকলেই আশাবাদী যে, এবার এই ছাড়টি ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। তবে, এটা আদৌ হবে কি হবে না তা আগামী ১ ফেব্রুয়ারিই জানা যাবে। যদিও, তার আগেই ভারত সরকার করদাতাদের বড় ধরণের স্বস্তি দিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) তরফে, ৭৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের এবার স্বস্তি দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে অর্থ মন্ত্রক তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানিয়েছে যে, ৭৫ বছরের বেশি বয়সী নাগরিকরা যাঁদের আয়ের উৎস হিসেবে কেবল পেনশন এবং ব্যাঙ্কের সুদ রয়েছে তাঁদের আর আয়কর রিটার্ন জমা দেওয়ার দরকার নেই। এদিকে, এই সিদ্ধান্তের জেরে প্রবীণ নাগরিকদের জন্য বড় ধরণের স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। মূলত, তাঁদের কাছে কর এবং রিটার্ন দাখিল করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে, সরকারের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন ধারা যুক্ত করা হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ছাড় দিতে আয়কর আইনে একটি নতুন ধারা যুক্ত করেছে সরকার। আয়কর রিটার্নে ৭৫ বছরের বেশি বয়সী নাগরিকদের স্বস্তি দেওয়ার জন্য, ১৯৬১ সালের আয়কর বিধি সংশোধন করা হয়েছে। পাশাপাশি, একটি নতুন ধারা হিসেবে 194-P যুক্ত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে করা এই পরিবর্তনের কথা ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিকে জানানো হয়েছে।

ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী: গত বছর এই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রসঙ্গে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) জানিয়েছে যে নতুন নিয়ম সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আয়করের নিয়ম 31, নিয়ম 31A, ফর্ম 16 এবং 24Q-তে প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন অনুসারে, ৭৫ বছরের বেশি বয়সী নাগরিকদের আর আইটিআর ফাইল করার প্রয়োজন নেই। এমতাবস্থায়, যে ব্যাঙ্কে তাঁদের অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাঙ্ক স্বয়ংক্রিয়ভাবে আয়ের উপর কর কেটে রিটার্ন ফাইল করবে। এর জন্য নাগরিকদের 12 BBA ফর্ম পূরণ করে তাঁদের ব্যাঙ্কে জমা দিতে হবে।

871134 sitharaman nirmala pti 092719 700x336 1

কারা কর থেকে অব্যাহতি পেয়েছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে সরকার ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কর ছাড় দেয়। যদিও, তাঁদের জন্য আয়কর রিটার্ন দাখিল করাও আবশ্যক। এর মাধ্যমে, তাঁরা তাঁদের কাছ থেকে নেওয়া টিডিএস ফেরত দাবি করতে পারেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২.৫ থেকে ৫ লক্ষ টাকা আয়ের উপর ট্যাক্স অবশ্যই নির্ধারণ করা হয়। তবে এটির পরিমান এতই কম যে সেটি রিবেটের মধ্যেই অন্তর্ভুক্ত থেকে যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর