রবিবার হাওড়াগামী বন্দে ভারতে ফের পাথর হামলা? সত্যিটা প্রকাশ্যে আনল রেল

বাংলাহান্ট ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোঁড়ার ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। শাসকদল তৃণমূলকে নিশানা করে দোষারোপ শুরু করে বিজেপি। অভিযোগ করা হয়, বন্দে ভারতে হামলা করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু রেলের সিসিটিভি ফুটেজে দেখা যায় অন্য ছবি। বাংলা নয়, পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে।

রবিবার রাতে ফের একই অভিযোগ করেন হাওড়া ফেরত বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার পথে আসার সময় ফের হামলা হয়েছে বলে অভিযোগ। যাত্রীদের বক্তব্য, বিহারে ফের হামলার মুখে পড়েছে ট্রেনটি। এই সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে বলে জানান যাত্রীরা। 

Vande Bharat stone thrown

বিভিন্ন সংবাদমাধ্যমেও রবিবার রাতে সম্প্রচার করা হয় এই খবর। বলা হয়, বিহারের বারসই স্টেশনের কাছে হাওড়া গামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে। ট্রেনের কামরার কাঁচের উপর দিকে পাথর ছোঁড়া হয়েছে। দাবি করা হয়, চলন্ত ট্রেনের সি-১১ কামরার কাঁচে এই পাথর গিয়ে লাগে। এর ফলে কাঁচের কিছুটা ফেটে যায় বলে দাবি।

vande bharat

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তিনি জানিয়েছেন, এ দিন কোনও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি। একটি স্ক্র্যাচ দেখিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে হামলার ঘটনা বলে দাবি করা হচ্ছে। তবে এ নিয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। কোনও ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। তবে রবিবার রাতে ট্রেন হাওড়া ঢোকার পর একাধিক যাত্রী সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, ট্রেনে পাথর ছোঁড়া হয়েছিল।

রেল এই বিষয়টি মানতে নারাজ। এই ঘটনায় কোনও যাত্রীর জখম হওয়ারও খবর মেলেনি। যদিও বন্দে ভারতের সি১১ কামরার কাঁচে ওই স্ক্র্যাচ রয়েছে। আপাতত বিষয়টির পরীক্ষা চলছে। রাতের অন্ধকারে এই স্ক্র্যাচ দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপরেই রেল পুলিশের দ্বারস্থ হন তাঁরা। এই ঘটনা নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহার মত, বাংলার সীমান্তে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে। এটি অত্যন্ত নিন্দনীয়। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর