সুখবর! হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার, কবে ফিরবেন ভারতে? জানাল BCCI

Published on:

Published on:

Shreyas Iyer discharged from hospital, when will he return to India?

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) গুরুতর চোটের সম্মুখীন হয়ে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন ছিলেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ODI চলাকালীন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স কেরির ক্যাচ নিতে গিয়ে আইয়ার চোট পান। তাঁর প্লীহায় আঘাত লেগেছিল এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি, চোটের জায়গা থেকে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটায় তাঁকে ICU-তেও থাকতে হয়। এমতাবস্থায়, শ্রেয়সের শারীরিক অবস্থার বিষয়ে চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শ্রেয়সকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই BCCI এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানিয়েছে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer):

উল্লেখ্য যে, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) গত ২৫ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। ম্যাচের সময়ে তিনি তীব্র আঘাতের সম্মুখীন হওয়ায় মেডিক্যাল টিম তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। প্রথমে শ্রেয়সকে ICU-তে রাখা হয়েছিল। সিডনি এবং ভারতের বিশেষজ্ঞদের সহযোগিতায় BCCI-এর মেডিকেল টিম শ্রেয়সের চিকিৎসা করে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

শ্রেয়সের (Shreyas Iyer) শারীরিক অবস্থার বিষয়ে একটি আপডেট শেয়ার করে BCCI জানিয়েছে, “২০২৫ সালের ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ODI-তে ফিল্ডিং করার সময়ে শ্রেয়স আইয়ারের পেটে গুরুতর আঘাত লাগে। যার ফলে তাঁর প্লীহায় ক্ষত হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। আঘাতটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়েছিল এবং একটি ছোটখাটো অস্ত্রোপচারের পরই রক্তপাত বন্ধ করা হয়।”

আরও পড়ুন: প্রশ্নের মুখে পড়শি দেশের বিচারব্যবস্থা! “ক্যাঙ্গারু কোর্ট হিসেবে বিবেচিত ICT বাংলাদেশ, শুরু নতুন বিতর্ক

BCCI-এর তরফে আরও জানানো হয়েছে যে, “শ্রেয়সকে (Shreyas Iyer) যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। এখন শ্রেয়সের অবস্থার উন্নতি ঘটছে এবং তিনি ভালোভাবে সেরে উঠছেন। সিডনি এবং ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে BCCI-এর মেডিক্যাল টিম তাঁর স্বাস্থ্যের উন্নতিতে খুশি এবং আজ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: আদিবাসী বিপ্লবীদের সম্মান জানাতে এই রাজ্যে তৈরি দেশের প্রথম ডিজিটাল মিউজিয়াম! উদ্বোধন করবেন মোদী

শ্রেয়স আইয়ার কবে ভারতে ফিরবেন: BCCI প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “শ্রেয়সের (Shreyas Iyer) চোটের জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সিডনিতে ডা: কৌরুশ হাঘি এবং তাঁর দলের পাশাপাশি ভারতে ডা: দিনশ পারদিওয়ালার প্রতি BCCI আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। শ্রেয়স আরও পরামর্শের জন্য সিডনিতেই থাকবেন এবং বিমানে ওঠার মতো ফিট হলে ভারতে ফিরে আসবেন।” এর অর্থ হল, শ্রেয়স আইয়ার আগামী কয়েকদিন অস্ট্রেলিয়ায় থাকবেন এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই তিনি ভারতে ফিরবেন।